ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে ফের একবার দৃঢ় অবস্থান নিল কেন্দ্র সরকার (Rajnath Singh On Pok)। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানান, পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের তিনি ভারতের পরিবারের অঙ্গ বলেই মনে করেন। তাঁর দৃঢ় বিশ্বাস, একদিন ওই এলাকার জনগণ নিজেরা উদ্যোগী হয়ে ভারতের মূলস্রোতে ফিরে আসবেন।
প্রতিরক্ষা সক্ষমতা ও অর্থনৈতিক অগ্রগতি (Rajnath Singh On Pok)
এই মন্তব্য করেন রাজনাথ সিংহ বৃহস্পতিবার, দিল্লিতে আয়োজিত CII (Confederation of Indian Industry) বাণিজ্য সম্মেলনে। বক্তব্যের শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী তুলে ধরেন ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ও অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গ। এরপরই তিনি সরাসরি বলেন, “আমি পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের আপন বলেই মনে করি (Rajnath Singh On Pok)। ওঁরা আমাদের পরিবারেরই অঙ্গ। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের যে ভাইয়েরা রাজনৈতিক ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, তাঁরা একদিন নিজেরাই ভারতের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করবেন।”রাজনাথ সিংহ আরও বলেন, “পাক অধিকৃত কাশ্মীরের বহু মানুষ ভারতের সঙ্গে আত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক অনুভব করেন। তাঁদের একটা অংশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, সময় এলে তাঁরাও সত্য উপলব্ধি করবেন এবং ভারতের সঙ্গেই নিজেদের ভবিষ্যৎ দেখবেন।”
পাকিস্তানকেও কড়া বার্তা দিল ভারত (Rajnath Singh On Pok)
প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য শুধু আবেগনির্ভর বার্তাই নয়, বরং এর মাধ্যমে পাকিস্তানকেও কড়া বার্তা দিল ভারত (Rajnath Singh On Pok)। রাজনাথ সিংহ বলেন, “পাকিস্তানের সঙ্গে ভারতের একমাত্র আলোচ্য বিষয় দুটি—সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর। আমরা বারবার বলেছি, ভারত শান্তিতে বিশ্বাস করে, কিন্তু দুর্বলতা নয়। আমরা শক্তির মাধ্যমে নয়, ভালোবাসা, বিশ্বাস এবং সত্যের পথে হেঁটেই জনগণের মন জয় করতে চাই।”এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু অভ্যন্তরীণ জাতীয়তাবাদের জোরালো বার্তা নয়, বরং আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের প্রতি এক স্পষ্ট কূটনৈতিক সংকেত। ভারতের দীর্ঘদিনের অবস্থান যে পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ, রাজনাথের বক্তব্য তা আরও একবার প্রমাণ করল।

আরও পড়ুন: Golden Dome : আমেরিকার অংশ হলে সুরক্ষা দেবে ‘গোল্ডেন ডোম’, কানাডাকে প্রস্তাব ট্রাম্পের
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা (Rajnath Singh On Pok)
প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) এও জানান যে, আজকের ভারত শুধু আত্মরক্ষা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখে (Rajnath Singh On Pok)। তাঁর কথায়, “ভারত কখনও আক্রমণকারী হয়নি, কিন্তু কেউ চোখ রাঙালে আমরা ছেড়ে কথা বলি না।”রাজনাথ সিংহের এই মন্তব্য এমন এক সময় এল, যখন আন্তর্জাতিক মহলে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিতর্ক ক্রমাগত তীব্রতর হচ্ছে।

আরও পড়ুন: Fatima Payman : অস্ট্রেলিয়ার প্রথম এবং কনিষ্ঠ হিজাব পরিহিতা সেনেটর-কে হেনস্তার অভিযোগ!
ভারতের এই অবস্থান জানিয়ে দিল, আলোচনার টেবিলে ফিরতে হলে পাকিস্তানকে আগে সন্ত্রাসবাদ বন্ধ করতেই হবে, এবং PoK-র বাস্তবতা মেনে নিয়েই কথা বলতে হবে। এই ভাষণের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রীর আবেগ ও বাস্তববাদ একসঙ্গে উঠে এল—যেখানে তিনি আশা রাখেন হৃদয়ের বন্ধনের জয় হবে, এবং ইতিহাসের বিভাজন একদিন মুছে যাবে।