ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হায়দরাবাদে ডিআরডিও মিসাইল কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (DRDO Missile Complex)। পরিদরশনের পরে কী জানালেন তিনি?
দেশীয় মিসাইল প্রযুক্তির উন্নয়ন নিয়ে বৈঠক (DRDO Missile Complex)
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২৮ ফেব্রুয়ারি ২০২৫ হায়দরাবাদে ডিআরডিও-র ডঃ এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স পরিদর্শন করেন (DRDO Missile Complex)। এটি দেশের স্বদেশি মিসাইল প্রযুক্তি উন্নয়নের অন্যতম প্রধান কেন্দ্র। তিনি সেখানে রিসার্চ সেন্টার ইমারাত (RCI)-এর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিশদে জানেন।
ডিআরডিও-র চেয়ারম্যান ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন দফতরের সচিব ডঃ সমীর ভি কামাত এবং আরসিআই-এর শীর্ষ বিজ্ঞানী ও আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাইপারসোনিক অ্যান্টি-শিপ মিসাইল প্রকল্পের বিজ্ঞানীদের সম্মান (DRDO Missile Complex)
রাজনাথ সিং দীর্ঘ পাল্লার হাইপারসোনিক অ্যান্টি-শিপ মিসাইল প্রকল্পের বিজ্ঞানীদের সংবর্ধনা জানান (DRDO Missile Complex)। এই মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ২০২৪ সালের নভেম্বর মাসে হয়েছিল। এর ফলে ভারত বিশ্বের সীমিত কয়েকটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে, যারা হাইপারসোনিক মিসাইল প্রযুক্তিতে দক্ষ।
আরও পড়ুন: Agra: স্ত্রীর বিরুদ্ধে হেনস্তা ও বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে আগ্রায় আত্মঘাতী যুবক
বিজ্ঞানীদের প্রতি উৎসাহ ও ভবিষ্যৎ পরিকল্পনা
বিজ্ঞানীদের সঙ্গে কথোপকথনের সময় প্রতিরক্ষা মন্ত্রী তাদের অসামান্য অবদানের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে ভারত ২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রথম তিনটি অর্থনীতির মধ্যে স্থান করে নেবে। তিনি আরও বলেন, প্রযুক্তিগত পরিবর্তন দ্রুত ঘটছে, তাই বিজ্ঞানীদের গবেষণার সময় সেই পরিবর্তনগুলিকে মাথায় রেখে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে গবেষণা চালিয়ে যেতে হবে।
এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধাঞ্জলি
এদিন রাজনাথ সিং ডঃ এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি, বিশেষ করে মিসাইল উন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয়।
আরও পড়ুন: Gwalior: গোয়ালিয়রে শিশুকন্যাকে ধর্ষণ করে এক কিশোর, ২৮ টি সেলাই
ডিআরডিও-র প্রতিশ্রুতি
ডিআরডিও-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত বলেন, সংস্থা গুরুত্বপূর্ণ প্রযুক্তি উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারতকে আত্মনির্ভর ও প্রযুক্তিগত নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন বাস্তবায়িত করতে ডিআরডিও নিরলসভাবে কাজ করবে, যাতে প্রতিরক্ষা প্রযুক্তি ভারতেই তৈরি হয় এবং সারা বিশ্বের জন্য উৎপাদন করা যায়।”