ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৩০ এপ্রিল পালিত হবে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2025)। সে দিন গঠিত হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই শুভ যোগের প্রভাবে অক্ষয় লক্ষ্মীলাভ হবে রাশির জাতকদের। সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটি দিন। যে কোনও শুভ কাজ করার জন্য এই দিনটি উপযুক্ত। জ্যোতিষ গণনা বলছে, এই বছর অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী নারায়ণ রাজযোগ গঠিত হবে। মীন রাশিতে বুধ ও শুক্রের মিলনের ফলে এই রাজযোগ গঠিত হবে। অন্যদিকে বৃষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতির মিলনে গঠিত হবে গজকেশরী রাজযোগ। অক্ষয় তৃতীয়ায় বিশেষ সুফল পাবেন চার রাশির জাতকরা।
মকর রাশি (Akshaya Tritiya 2025)
অক্ষয় তৃতীয়ায় শুভ যোগ স্থিতিশীলতা, সাফল্য ও উন্নতি নিয়ে আসবে মকর রাশির জাতকদের জীবনে (Akshaya Tritiya 2025)। লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাবে সুখ ও সমৃদ্ধি বাড়বে এঁদের জীবনে। অতিরিক্ত উপার্জন করার সুযোগ পাবেন মকরের জাতকরা। চাকরিতে কোনও সমস্যা থাকলে তা এবার কেটে যাবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। অক্ষয় তৃতীয়ায় দরিদ্রকে কালো তিল ও তামার পয়সা দান করুন।

কর্কট রাশি (Akshaya Tritiya 2025)
অক্ষয় তৃতীয়া দারুণ শুভ ও উপকারী হতে চলেছে কর্কট রাশির জাতকদের জন্য (Akshaya Tritiya 2025)। এ দিন থেকে আপনার জীবনে বেশ কিছু পজ়িটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। গজকেশরী রাজযোগের প্রভাব জীবনে উন্নতি করার নতুন দরজা খুলে যাবে এঁদের সামনে। রিয়েল এস্টেট বা সোনা-রুপোয় বিনিয়োগ করলে বড় লাভ করতে পারবেন। এ দিন মা লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন।

আরও পড়ুন: Daily Horoscope: মঙ্গলবার বজরংবলীর কৃপায় জীবনে উন্নতির জোয়ার, জানুন আজকের রাশিফল!
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জীবনে উন্নতি করার জোরালো সম্ভাবনা নিয়ে আসছে অক্ষয় তৃতীয়া। নতুন কোনও কাজ বা ব্যবসা শুরু করতে চাইলে অক্ষয় তৃতীয়া থেকেই আপনার জন্য উপযুক্ত সময় আসছে। পাওনা টাকা আচমকাই পেয়ে যেতে পারেন। সংসারেও সুখের পরিবেশ থাকবে এবং পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাবেন। অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীকে পদ্মফুলের মালা নিবেদন করুন।

তুলা রাশি
অক্ষয় তৃতীয়ার শুভ যোগে সম্পদ ও সৌন্দর্য বাড়বে তুলা রাশির জাতকদের জীবনে। শুক্রের শুভ প্রভাবে তুলার জাতকদের জীবন থেকে সব বাধা বিঘ্ন কেটে যাবে। পাওনা টাকা এই সময় পেয়ে যাবেন। নতুন রোজগারের পথও খুলে যাবে আপনার সামনে। নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ আছে। এ দিন লক্ষ্মী পুজোয় সাদা কড়ি নিবেদন করুন।
