Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। পাত্রের পরিচয় জানেন? পাত্র কিন্তু ভারতের নয়। গত দু’বার যে ভুল করেছিলেন রাখি, সেই ভুল আর করবেন না। পাকিস্তানের অভিনেতা প্রযোজকের সঙ্গে এবার তিনি সারবেন তৃতীয় বিয়ে। সংসার পাতবেন দুবাইয়ে। কোথায় হবে হানিমুন? বিয়ে নিয়ে যাবতীয় পরিকল্পনা জানালেন তিনি। কিন্তু ভারত ছেড়ে হঠাৎ তিনি পাকিস্তানে গিয়ে কেন বিয়ে করছেন? এর আগে রাখি দুবার বিয়ে করেছেন, কিন্তু সংসার টেকেনি। আর সেই তিক্ততা থেকেই কি তবে তিনি শিক্ষা নিয়েছেন? তাই এবার বিয়ে করছেন একটু অন্যরকম ভাবে। সবটাই চলে এল সামনে।
পাকিস্তানে পাত্র বাছার কারণ (Rakhi Sawant)
যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এই নিয়ে মোট তিনবার বিয়ে করবেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। প্রথম বিয়ে করেছিলেন, রিতেশ রাজ সিং নামক এক ব্যক্তিকে। তারপর বিয়ে করেন আদিল খান দুরানিকে। তবে দুটো সম্পর্ক টেকেনি। সম্পর্কের জন্য তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন। আবারও বিয়ে করতে চলেছেন বলিউডের এই মির্চি গার্ল। তাই কি আর ভারতে নয়, পাত্র বাছলেন পাকিস্তানে? প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও এটা গুঞ্জন নয়। রাখি নিজেই জানিয়েছেন এমন কথা।
পাত্রের পরিচয় (Rakhi Sawant)
রাখি বলিউডের এমন এক অভিনেত্রী মডেল, যিনি নিজেকে লাইম লাইটে রাখতে বিশেষ ভাবে পছন্দ করেন (Rakhi Sawant)। তার জন্য অনেক কান্ড ঘটান। এবার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বলেন, পাকিস্তান থেকে বহু বিয়ের প্রস্তাব পাচ্ছেন। পাকিস্তানের অনেক যুবকই চাইছেন রাখিকে বিয়ে করতে। অপরদিকে তিনিও পাকিস্তানের মানুষদের খুব পছন্দ করেন। তাই এবার একটু ভালো করে পাত্র বেছে নিচ্ছেন। কারণ তাঁর বিয়ের পুরনো অভিজ্ঞতা একেবারেই ভালো নয়। তাঁর পছন্দ করা পাত্র হলেন দোদি খান। যিনি পাকিস্তানের পুলিশ অফিসার, আবার অভিনেতাও। বিয়ের সমস্ত আয়োজন হবে পাকিস্তানে। রিসেপশন হবে ভারতে। হানিমুনের প্ল্যানিংও হয়ে গিয়েছে। হানিমুন হবে নেদারল্যান্ডস কিংবা সুইজারল্যান্ডে।
আরও পড়ুন: Mittir Bari: এক কাঁধ উঁচু করে ঘুরছেন আদৃত! দেখে হাসির রোল শুটিং সেটে
সত্যি কি বিয়ে হচ্ছে?
বলিউডে রাখিকে নিয়ে কম বিতর্ক হয় না। তাঁকে বলা হয় বি-টাউনের কন্ট্রোভার্সি কুইন। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময়ই চর্চায় থাকেন। তাই এবার তাঁর বিয়েও এখন বলিউডের হট টপিক। অপরদিকে রাখি হবু স্বামীও একটি ভিডিওতে, রাখিকে জিজ্ঞাসা করেছেন, তিনি বরযাত্রী নিয়ে ভারতে আসবেন নাকি দুবাই? তারপর রাখিকে বলতে শোনা গিয়েছে ‘আই লাভ ইউ’। তবে রাখির এটা সত্যি বিয়ের খবর নাকি লাইম লাইটে থাকার জন্য এমন কান্ড ঘটাচ্ছেন, নাকি নতুন প্রজেক্টের কাজের প্রচার, তা নিয়ে অনেকেই ধন্দে রয়েছেন।
আরও পড়ুন: Rupam Islam: “পরিচালকদের কৃপা প্রার্থী আমাকে হতে হয়নি”, চাঁচাছোলা আক্রমণ শানালেন রূপম
আদিলের সাথে তিক্ততা
২০২৩ সালে আদিল দুরানিকে বিয়ে করেছিলেন রাখি। প্রিয় মানুষকে বিয়ে করার জন্য ধর্ম বদলেছিলেন। নিজের নাম বদলে রাখেন ফাতিমা। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে সংসার ভেঙে যায়। অপরদিকে আদিল নতুন করে সংসার পেতেছেন। এই নিয়ে কম কাদা ছোঁড়াছুঁড়ি হয়নি। আপাতত রাখি এখন সিঙ্গেল। বিয়ে হলে রাখির ‘বিয়ে চর্চা’য় সিলমোহর পড়বে।