ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) ছবির অফিসিয়াল টিজার প্রকাশ্যে এসেছে আজ অর্থাৎ ১৪ আগস্ট। এই ছবির প্রতি দর্শকের আকর্ষণ বেড়েই চলেছে দিনে দিনে। এর আগেও ‘রক্তবীজ ২’ ছবি মোশান পোস্টার সামনে এসেছে। তাতে দেখা গিয়েছিল দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)। পুলিশ কর্তার চরিত্রে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। আবার কখনও সামনে এসেছে কৌশানির লুক। সম্প্রতি ‘রক্তবীজ ২’ ছবির টিজার দর্শকদের কাছে চমক , তা বলাই যায়। ছবিটি যে অ্যাকশনে ভরপুর তা বোঝাই গিয়েছে। কী দেখা গেল টিজারে ? কে কোন লুকে ধরা দিলেন ?
দুই দেশের সম্পর্ক (Raktabeej 2)
‘রক্তবীজ ২’ ( Raktabeej 2) ছবির টিজারে দেখা গেল তাবড় তাবড় তারকাদের। আপাত দৃষ্টিতে মনে হয়েছে ,ভারত বাংলাদেশের গল্প কিছুটা তুলে ধরা হবে ‘রক্তবীজ ২’ ছবিতে। কারণ ছবির টিজারের প্রথম দৃশ্যে দেখা যায় সীমা বিশ্বাস (Seema Biswas) ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে (Victor Banerjee)। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) চরিত্রে ভিক্টর ও শেখ হাসিনার চরিত্রে সীমা বিশ্বাস অসামান্য অভিনয় করছেন ,তা বলাই বাহুল্য। ছবিতে ভারত বাংলাদেশের সম্পর্ক তুলে ধরবে বলার কারণ হল, টিজারের নেপথ্যে শোনা গিয়েছে , “ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যখনই ঠিক হয়, তখনই সন্ত্রাসী হামলার মুখে পড়তে হয় সকলকে। “
রহস্যজনক (Raktabeej 2)
‘রক্তবীজ ২’ (Raktabeej 2) ছবির টিজারে প্রশ্ন উঠে আসে।’ এই সন্ত্রাস আদৌ কী সন্ত্রাসবাদ ? নাকি সন্ত্রাসী বাদীদের কাছে এটা সংগ্রাম ? ‘ রক্তবীজ ২ ছবির টিজারে বন্দুক, গুলি ,বোমা অর্থাৎ অ্যাকশন দৃশ্য যে উপভোগ করবে দর্শক ,তা বোঝা যাচ্ছে। বিশেষ করে অঙ্কুশকে যে চরিত্রে দেখানো হয়েছে , তা যেন রহস্যজনক মনে হয়েছে। অঙ্কুশকে ছবিতে দেখানো হয়েছে মুনির চরিত্রে। কিন্তু টিজার দেখে মনে হয়েছে, ‘মুনির ‘ চরিত্রে অঙ্কুশকে সামনে রেখে পিছন থেকে আক্রমণ চালাবে অন্য কেউ। ‘মুনির ‘ চরিত্রটির মূল মন্ত্র হল ” মাইনষের থেইক্যা মকসদ বড়।”
ওপার বাংলার সাথে সম্পর্ক
ছবির টিজার দেখে বুঝতে অসুবিধা হবে না যে , প্রথম ছবির গল্পকে অনুসরণ করে এগোবে ‘রক্তবীজ ২’ । অনেকেই মনে করছেন, রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় চরিত্রে ভিক্টর থাকছেন। তাঁর সাথে সম্পর্ক রয়েছে ওপার বাংলার। শোনা যায়, শ্বশুরবাড়ি দেখতে ওপার বাংলার নড়াইলের ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন তিনি। তাঁর আগমন উপলক্ষে শুধু শ্বশুরবাড়ি নয়,নড়াইল জুড়ে নেওয়া হয়েছিল জামাই বরণের ব্যাপক প্রস্তুতি। সেইসব আয়োজন কী ‘ রক্তবীজ ২ ‘ ছবি দেখানো হবে ? তার জন্য অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত।
আরও পড়ুন: Dhumketu: ধূমকেতুর সাফল্যে দেবের বাড়িতে বিরিয়ানি পার্টি, শুভশ্রী কোথায়?
রহস্যর গন্ধ
‘রক্তবীজ ২’ ছবিতে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সীমা বিশ্বাস, পাশাপাশি রয়েছেন অঙ্কুশ,কৌশানি ,নুসরত ,কাঞ্চন ও আরও অনেকেই। আর প্রত্যেকটি চরিত্রের লুক চমকে দেওয়ার মতো। সবচেয়ে বড় কথা প্রত্যেকটি লুকের পিছনে কোনও একটি রহস্যর গন্ধ পাওয়া যাচ্ছে। যদিও পুরোটাই অনুমান। তবে ‘রক্তবীজ ২’ মুক্তি পেলেই সমস্ত রহস্য উদঘাটন করা সম্ভব । আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’ ।