ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) ছবির শুটিং। আবারও বড় পর্দায় ধামাকা দেখাতে চলেছেন নন্দিতা রায় (Nandita Roy) এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। এমনটাই বলছে টলিউডের (Tollywood) হাওয়া। কারণ এর আগে বক্স অফিসে এই পরিচালক জুটির কামাল দেখেছে দর্শক। এবার পঁচিশের পুজোর অপেক্ষা।
শুরু শুটিং (Raktabeej 2)
টলিপাড়ার হিটমেকার পরিচালকদ্বয় বলা হয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে (Raktabeej 2)। তেইশের বক্স অফিস রীতিমত মাতিয়ে দিয়েছিল ‘রক্তবীজ’। মাঝে একটা বছর কেটে যাওয়ার পর, পঁচিশের পুজোয় আসছে সেই ছবির সিক্যুয়েল। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় শুরু হয়ে গেল ছবির শুটিং। যেখানে দেখা গেল, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) ।
খলনায়কের ভূমিকায় অঙ্কুশ (Raktabeej 2)
রক্তবীজে দেখা গিয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপট (Raktabeej 2)। সেই ঘটনার ধারাবাহিকতা থাকছে ‘রক্তবীজ ২’ ছবিতে। সিক্যুয়েলের প্লট সাজানো হয়েছে ওই ঘটনার একাধিক তথ্য নিয়ে। ছবির আর একটি গুরুত্বপূর্ণ দিক হল, খলনায়কের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরাকে। অঙ্কুশের বিপরীতে দেখা যাবে কৌশানিকে। এই ছবিতে অঙ্কুশ থাকবেন গোবিন্দ হিসেবে। অঙ্কুশের চরিত্রে পেশির থেকেও মগজের জোর বেশি থাকবে। অপরদিকে আইটেম ডান্সে দেখতে পাবেন নুসরত জাহানকে। আর বেশি দিনের অপেক্ষা নয়, এবারের পুজোতেই ‘রক্তবীজ ২’ নিয়ে আসতে চলেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। যার প্রথম পর্বের শুটিং শুরু হয়ে গেল ১১ মার্চ মঙ্গলবার থেকে।
আরও পড়ুন: Sonar Sansar Awards 2025: সোনার সংসারে তারকাদের নজরকাড়া লুক, কে কাকে বাজিমাত করলেন?

উচ্ছ্বসিত দর্শকরা
এর আগেও ২০২৩ এর বক্স অফিসে ঝড় তুলেছিল অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’। স্বাভাবিক ভাবেই সেই ছবির সিক্যুয়েল আসছে শুনে ভীষণ উচ্ছ্বসিত দর্শকরা। পাশাপাশি প্রত্যাশাও কম নয়। গোটা দেশে প্রশংসিত হয়েছিল পুলু চরিত্র অর্থাৎ দেশের প্রাক্তন রাষ্ট্রপতির ভূমিকায় ভিক্টর ব্যানার্জির অভিনয়।
আরও পড়ুন: Kiran-Sayanta: “পাপ বাপকেও ছাড়ে না”, প্রাক্তন প্রেমিক সায়ন্তর বিরুদ্ধে একজোট কিরণ-দেবচন্দ্রিমা
রাণীকুঠিতে শুটিং
প্রসঙ্গত, নতুন বছরের জানুয়ারি মাসেই এসেছে রক্তবীজের সিক্যুয়েলের মোশন পোস্টার। তখনই আন্দাজ পাওয়া যায়, মিমি আবিরের পাশাপাশি এই ছবিতে দেখতে যাবে টলি অভিনেত্রী নুসরত জাহানকে। এছাড়াও রয়েছেন অঙ্কুশ হাজরা, ভিক্টর ব্যানার্জি, কৌশানি মুখোপাধ্যায় সহ অনেকেই। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে হচ্ছে শুটিং। মঙ্গলবার ছিল তারই শুভারম্ভ। শুটিং শুরু হয়েছে দক্ষিণ কলকাতার রাণীকুঠি এলাকার এক বাড়িতে। শুটিং চলাকালীন দেখা গিয়েছে আবির মিমি থেকে শুরু করে কাঞ্চন মল্লিক, রাজিব বসু, দেবপ্রিয় মুখোপাধ্যায় সহ বহু অভিনেতা অভিনেত্রীকে। তাঁদেরকে নিয়েই শুরু হল প্রথম দিনের শুটিং।