ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ৬ এপ্রিল ২০২৫ রামনবমী (Ram Navami Vastu Tips) পালিত হবে। চৈত্র শুক্লা নবমীতে রাম নবমী পালিত হয়। মনে করা হয় এই দিনেই ধরাধামে ভূমিষ্ঠ হন বিষ্ণুর অন্যতম অবতার রাম। রাম নবমীতে দেশের বিভিন্ন স্থানে শ্রীরামচন্দ্রের আরাধনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে রাম নবমী যথাযথ ভাবে পালন করলে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব। বাস্তুশাস্ত্র অনুসারে রাম নবমীতে কয়েকটি জিনিস কেনা বিশেষ ভাবে শুভ। এমন কিছু জিনিস আছে যা রামনবমীর পূণ্যতিথিতে ঘরে নিয়ে এলে শুধু শ্রীরাম নন, মা লক্ষ্মী ও রামভক্ত হনুমানের আশীর্বাদও লাভ করা সম্ভব হয়। জেনে নিন রাম নবমীতে কোন কোন জিনিস বাড়ি নিয়ে আসা জরুরি। এই জিনিস গুলো ঘরে এনে ঘরের সুখ শান্তি বৃদ্ধি করতে পারবেন। কী বলছে বাস্তু শাস্ত্র?
হলুদ বা গেরুয়া পতাকা (Ram Navami Vastu Tips)
রাম নবমীতে হলুদ বা গেরুয়া রঙের পতাকা বা নিশান কিনে বাড়ি নিয়ে আসুন। এই পতাকা (Ram Navami Vastu Tips) নিজের বাড়ির ছাদে লাগান। এর ফলে সংসার থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পরিবারে পজ়িটিভ এনার্জি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে।

হলুদ কাপড় বা সোনা (Ram Navami Vastu Tips)
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে রামনবমীতে সোনা কেনা বিশেষ শুভ। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে। পাশাপাশি রাম নবমীতে সোনা কিনলে প্রীত হন মা লক্ষ্মীও। যদি সোনা কেনা সম্ভব না হয়, তাহলে হলুদ ধাতুর বদলে এ দিন হলুদ রঙের কাপড়ও কিনতে পারেন। রাম নবমীতে হলুদ রঙের কাপড় কিনলে আর্থিক সংকট কেটে জীবনে উন্নতির ছোঁয়া লাগে।

আরও পড়ুন: Alum Vastu Tips: নেগেটিভ এনার্জি দূর করে সংসারে সুখ সমৃদ্ধি ফেরাতে কাছে রাখুন এক টুকরো ফিটকিরি
হলুদ শঙ্খ
রাম নবমীতে নতুন শাঁখ কেনা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। হলুদ রঙের শঙ্খ কিনে তা ঠাকুরের আসনে রেখে দিন। হিন্দুধর্ম অনুসারে শঙ্খধ্বনি ছাড়া পুজো অসম্পূর্ণ। তাই রাম নবমীতে নতুন শাঁখ কিনলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয়।
