ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ১৮ ফেব্রুয়ারি রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মদিন। রামকৃষ্ণ দেব তাঁর বাণীর(Ramkrishna Dev Amrita Bani) মধ্যে দিয়ে জাগিয়ে তুলতে চেয়েছেন নিদ্রিত বিশ্বকে। তাঁর বাণী গুলি সেই অতীত থেকে বর্তমানে সমান ভাবে প্রবাহিত। অতীতেও যেমন ছিল তাঁর কথা গুলো প্রাসঙ্গিক। আজকের দিনেও তা সমান প্রাসঙ্গিক। কিন্তু তিনি কী বলতে চেয়েছেন তাঁর বাণীগুলোর মধ্যে দিয়ে, কী তার সারমর্ম? আধুনিক বিশ্বকে তিনি যে বার্তা দিয়ে গেছিলেন এবং কী বোঝাতে চেয়েছেন তা আলোচনা করা যাক।
মনের পবিত্রতা একটি অপরিহার্য শর্ত (Ramkrishna Dev Amrita Bani)
প্রকৃত পবিত্রতা হল কাম ও লোভ থেকে মুক্তি(Ramkrishna Dev Amrita Bani)। বাহ্যিক পালন কেবল গৌণ গুরুত্বপূর্ণ। পরম বাস্তবতা অর্জনের জন্য মনের পবিত্রতা একটি অপরিহার্য শর্ত। আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মানুষ তার মন্দ প্রবণতাগুলিকে কাটিয়ে উঠতে পারে, এবং ঐশ্বরিক করুণা সবচেয়ে খারাপ পাপীকেও মুক্তি দিতে পারে। অতএব, অতীতের ভুলগুলি নিয়ে মাথা ঘামানো উচিত নয়, বরং ঈশ্বরের উপর নির্ভর করে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা উচিত।
পরম বাস্তবতার উপলব্ধি (Ramkrishna Dev Amrita Bani)
মানব জীবনের লক্ষ্য হলো পরম বাস্তবতার উপলব্ধি, যা একমাত্র মানুষকে সর্বোচ্চ পরিপূর্ণতা এবং চিরস্থায়ী শান্তি দিতে পারে। এটাই সকল ধর্মের সারমর্ম(Ramkrishna Dev Amrita Bani)। পরম বাস্তবতা এক ; কিন্তু এটি ব্যক্তিগত এবং নৈর্ব্যক্তিক উভয়ই, এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে নির্দেশিত। বিশ্ব ধর্মে শেখানো বিভিন্ন পথের মাধ্যমে পরম বাস্তবতা উপলব্ধি করা যেতে পারে। সমস্ত ধর্মই সত্য কারণ তারা একই পরম লক্ষ্যের দিকে নিয়ে যায়।
অহংকারই সকল দুঃখের মূল
অজ্ঞতার কারণে সৃষ্ট অহংকারই সকল দুঃখের মূল কারণ। জীবন ঈশ্বরের স্বতঃস্ফূর্ত সৃজনশীলতার (লীলা) প্রকাশ(Ramkrishna Dev Amrita Bani)। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা ইত্যাদি ধৈর্যের সাথে সহ্য করতে হবে এবং সকল পরিস্থিতিতে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। নিজে নিরহঙ্কার থেকে ঈশ্বরের উপাসনা করলে তবেই ইশ্বর ধরা দেবেন। যেহেতু ঈশ্বর সকল মানুষের মধ্যেই বাস করেন , তাই অভাবীদের সাহায্য করা উচিত করুণা থেকে নয় (যা সমবেদনার মনোভাব) বরং ঈশ্বরের প্রতি বিনয়ী সেবা হিসেবে।
সকলের সম্ভব ঈশ্বর উপলব্ধি
ঈশ্বর আন্তরিক প্রার্থনা শোনেন। তীব্র আকাঙ্ক্ষা (ব্যকুলতা) হল আধ্যাত্মিক জীবনে সাফল্যের রহস্য। ঈশ্বর সকল মানুষের মধ্যেই বাস করেন কিন্তু এই অভ্যন্তরীণ দেবত্বের প্রকাশ ব্যক্তিভেদে ভিন্ন হয়। সাধু ব্যক্তিদের মধ্যে ঈশ্বরের বৃহত্তর প্রকাশ থাকে। ঈশ্বর উপলব্ধি সকলের পক্ষে সম্ভব বলেছেন রামকৃষ্ণ দেব। গৃহস্থদের জগৎ ত্যাগ করার প্রয়োজন নেই; তবে তাদের আন্তরিকভাবে প্রার্থনা করা উচিত, শাশ্বত ও লৌকিকতার মধ্যে পার্থক্য অনুশীলন করা উচিত এবং অনাসক্ত থাকা উচিত। নারীরা হলেন বিশ্বজগতের ঐশ্বরিক মাতার বিশেষ প্রকাশ, এবং তাই তাদের সম্মানের সাথে আচরণ করা উচিত।
তথ্যসূত্র: শ্রী শ্রী মাতৃ মন্দির ও রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম, জয়রামবাটি