বলিউডের (Bollywood ) গুঞ্জন বলছে, আবারও মা হতে চলেছেন আলিয়া (Alia Bhatt)। ইঙ্গিত দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) নিজেই (Ranbir-Alia)। রাহার পর দ্বিতীয় সন্তান নিয়ে রণবীর কাপুর কী বললেন? শুধু তাই নয়, দ্বিতীয় সন্তানের নামও ঠিক করে রেখেছেন। দ্বিতীয় সন্তানের জন্য তিনি কি করবেন, সেই পরিকল্পনাও সেরে ফেলেছেন।
দ্বিতীয় সন্তানের পরিকল্পনা (Ranbir-Alia)
নিজের শরীরে রণবীর মেয়ে রাহার নামে উল্কি করে রেখেছেন (Ranbir-Alia)। এবার দ্বিতীয় উল্কি করার অপেক্ষায় রয়েছেন। আর সেখানে তিনি লিখবেন দ্বিতীয় সন্তানের নাম। তাহলে কি, খুব শীঘ্রই কাপুর পরিবারে আসছে নতুন সদস্য? ২০২২ সালের এপ্রিলে রণবীর কাপুর এবং আলিয়া ভাট গাঁটছড়া বাঁধেন। ২০২২ সালেই তাঁদের সংসারে আসে রাহা। এখন রাহার বয়স প্রায় দুই বছর। আর এর মাঝেই নাকি রণবীর এবং আলিয়া, আবার নতুন করে শুরু করে দিয়েছেন তাঁদের পরিবার পরিকল্পনা।
রাহা বড় হতেই সিদ্ধান্ত! (Ranbir-Alia)
কাপুর দম্পতি ‘হাম দো হামারে দো’ এই কথায় প্রবল ভাবে বিশ্বাসী। তাছাড়া আলিয়া বিয়ের আগে একাধিক সাক্ষাৎকারের সেই কথা জানিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি রাহা একটু বড় হতেই আলিয়া দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিলেন?
আলিয়ার বক্তব্য
এছাড়াও কিছুদিন আগে আলিয়ার কথায় দ্বিতীয় সন্তানের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। যেখানে বলেছিলেন, পরিবারের তরফ থেকে তাঁর সন্তানের নাম কি হবে, তা ঠিক করে রাখা আছে। রাহার জন্মের আগে দুটি নাম ঠিক করা হয়। একটি কন্যা সন্তানের এবং একটি পুত্র সন্তানের। যদি পুত্র সন্তান হয়, তাহলে সেই নামটি রাখবেন আলিয়া।
আরও পড়ুন: Mittir Bari Upcoming Episode: মিত্তির বাড়িতে ধুন্ধুমার কাণ্ড, ১০০ পর্বে পা দিতেই সঞ্জনার নতুন চাল!
রণবীরের বদল
রাহার জন্মের পর, রণবীর যে ঠিক কতটা বদলে গিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সে কথা আলিয়ার মুখে বারংবার শোনা গিয়েছে। মেয়ের নাম নিজের শরীরে উল্কি করেছেন রণবীর। আর সেটাই রণবীরের জীবনের প্রথম উল্কি ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিনি খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটাও করাবেন। হয়ত সেটা ৮ সংখ্যার সম্পর্কিত হতে পারে। কিংবা তাঁর দ্বিতীয় সন্তানের নাম হতে পারে।
আরও পড়ুন: Dhanashree Verma: অন্যের বিছানায় চাহালকে দেখেছেন ধনশ্রী? প্রকাশ্যে বিচ্ছেদের কারন!
কাপুর পরিবারের ধারা
ঠিক এই পয়েন্টে গিয়ে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন অনুরাগীরা। কিছুদিন আগে, আলিয়ার মুখেও শোনা গিয়েছে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ। আবার রণবীরের মুখেও শোনা গেল একই প্রসঙ্গ। প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও অন্তঃসত্ত্বা অভিনেত্রী? যদিও এই বিষয়ে কাপুর পরিবারের তরফ থেকে এখনও কিছু সুস্পষ্ট করে জানানো হয়নি। আবার এটাও ঠিক, কাপুর পরিবারের অনেকেরই দুটি করে সন্তান। তাহলে কি আলিয়া এবং রণবীর সেই ধারা বজায় রাখবেন? সেই উত্তর এখন সময়ের গর্ভে।।