ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একেই বলে ভাগ্য। তবে ভাগ্য বদলাতে হয়, পরিশ্রমের মাধ্যমে। এটা প্রমাণ করে দিয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) । একসময় তাঁর একের পর এক ছবি ফ্লপ হত। আজ সেই রণবীরের হাতে এখন একাধিক সিনেমা। কোন কাজটা ছেড়ে কোন কাজ করবেন, বুঝতেই পারছেন না। এবার রণবীরকে দেখবেন দক্ষিণের ভিলেনের সঙ্গে। পুরো দমে শুরু হয়ে গিয়েছে, ‘ধুম ৪’ (Dhoom 4) এর কাজ। ওদিকে অপেক্ষায় অনুরাগীরা। প্রশ্ন এখন একটাই। শুটিং শুরু কবে থেকে?
খোঁজা হচ্ছে ভিলেন (Ranbir Kapoor)
ধুম সিকুয়েলের চতুর্থ সিনেমার জন্য ভিলেন খোঁজা হচ্ছে, নাকি দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে। ভিলেন পাওয়া গেলেই শুরু হয়ে যাবে শুটিংয়ের কাজ। এক্ষেত্রে মূল ভূমিকায় দেখতে পাবেন রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। তবে অভিনেতা এখন বড্ড ব্যস্ত। কখনও তাঁকে দেখা যাচ্ছে সঞ্জয় লীলা বনশালির ছবিতে। কখনও বা সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে। হাতে তো রামায়ণের মতো একটা বিগ বাজেটের কাজ অবশ্যই রয়েছে। এর মধ্যে আবার প্রস্তুতি চলছে ‘ধুম ৪’ এর।
ঘুরছে রণবীরের ভাগ্যের চাকা (Ranbir Kapoor)
‘অ্যানিম্যাল’ ছবির পর রণবীরের (Ranbir Kapoor) ভাগ্যের চাকা বেশ ভালই ঘুরছে। এখন আপাতত চলছে সঞ্জয় লীলা বনশালীর ‘লাভ এন্ড ওয়ার’ ছবির শুটিং। যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। যখন এত গুলো কাজ রয়েছে অভিনেতার হাতে, ঠিক তখনই আরেকটা ছবি কিন্তু অপেক্ষায় রয়েছে। সেটি হল সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যালের সিকুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’।
আরও পড়ুন: @Followers: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়াতে গিয়ে বিপদে সোহিনী, দেখে ঘেন্না লাগছে প্রেমিকের!
কবে শুরু নতুন ছবির শ্যুটিং?
এবার আসা যাক সেই প্রশ্নে। কবে থেকে শুরু হতে চলেছে ‘ধুম ৪’ এর শুটিং? মোটামুটি রণবীরের হাতে যা কাজ রয়েছে, সব সামলে এই ছবির শুটিং শুরু হতে সময় লাগবে, সেই ২০২৬ এর এপ্রিল মাস। যদিও ইতিমধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। অভিনেতাকে কোন লুকে দেখা যাবে, সেটা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাতের কাজগুলো রণবীর শেষ করে, এই নতুন ছবি নিয়ে কাজ করবেন। এক্ষেত্রে কোন কোন অভিনেত্রীকে দেখা যাবে, সে বিষয়টি চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন: Shah Rukh Khan: রেগে গেলে কী করেন শাহরুখ? ধমক দিয়েছিলেন ভক্তকে
বড় ধামাকা নিয়ে আসছে ‘ধুম ৪’!
শোনা যাচ্ছে, ভিলেনের চরিত্র থাকবে একটা বড় চমক। দেখা যেতে পারে দক্ষিণী ইন্ডাস্ট্রির কোনও জনপ্রিয় মুখে। প্রসঙ্গত এর আগে ২০১৩ সালে ধুম সিকুয়েলের তৃতীয় সিনেমা সামনে এসেছিল। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আমির খান এবং অভিষেক বচ্চনকে। তারপর প্রায় এক যুগ কেটে গেলেও ধুমের সিকুয়েল আসেনি। আপাতত ‘লাভ এন্ড ওয়ার’ মুক্তি পেতে পারে ২০২৬-এর মার্চে। দীপাবলিতে রণবীরকে দেখা যাবে রাম চরিত্রে। তারপরই হয়ত বড় ধামাকা নিয়ে আসবে ‘ধুম ৪’।