ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীতের শেষে পাহাড়(Ranchi Tour) যদি আপনাকে টানে খুব তবে কেবল নর্থ বেঙ্গল কেন? কখনও ঘুরে আসুন রাঁচি থেকেও। হাতে যদি চার থেকে পাঁচ দিন সময় থাকে ঘুরে আসতে পারেন রাঁচি-নেতারহাট থেকে। পাহাড়, জঙ্গল, ঝর্ণা থেকে শুরু করে প্রকৃতির অনেক মনোরম দৃশ্য মন হরণ করবে আপনার। কয়েক দিনের জন্য ঘুরে আসতেই পারেন রাঁচির এইসব জায়গা থেকে।
সূর্য মন্দির (Ranchi Tour)
প্রথম দিনেই ঘুরে নিতে পারেন রাঁচির(Ranchi Tour) সূর্য মন্দির। সাতটি সাদা ধবধবে ঘোড়ার উপর সূর্যদেবের রথ। শান্ত পরিবেশ আপনার মন ভালো করে দেবেই।

পত্রাতু ভ্যালি (Ranchi Tour)
রাঁচি, নেতারহাটের অন্যতম আকর্ষণ পত্রাতু(Ranchi Tour)। পাহাড়ের কোলে ছোট্ট একটি ভ্যালি। ঘন সবুজের সঙ্গে আঁকা বাঁকা রাস্তা এই জায়গার শোভা দ্বিগুণ করে তুলেছে। এখানে দেখতে পাবেন পত্রাতু লেক। রয়েছে বোটিংয়ের ব্যবস্থাও।

গেতালসুর ড্যাম ও হুন্ডরু ফলস
পাহাড়ের গা বেয়ে বয়ে যাচ্ছে এঁকে বেঁকে বয়ে চলেছে সুন্দর একটি ঝরনা। এখান থেকেই জল গিয়ে পড়ছে গেতালসুর ড্যামে। ঘোরার তালিকায় রাখতে পারেন গেতালসুর ড্যাম। পাহাড়ের কোলে ছোট্ট একটি ড্যাম। এখানের সবুজের সমারোহ আর ঠান্ডা হওয়া আপনার মনকে শান্ত করবেই।

আরও পড়ুন:UNESCO Recognized Tourist Spot: ঘুরে আসুন ইউনেস্কোর স্বীকৃত বিখ্যাত ঐতিহ্যবাহী পর্যটন স্থল থেকে
চ্যালেট হাউস
ব্রিটিশ আমলে তৈরি কাঠের বাংলো(Ranchi Tour)। এখানে লুকিয়ে আছে সেই সময়ের অনেক ইতিহাস। সঙ্গে ধ্বংসাবশেষ দেখতে পাবেন বেশ কিছু।

লোধ ফলস
ঝাড়খণ্ডের সব থেকে বড় ফলস এটি। কয়েকশো পাহাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনার জন্য অপেক্ষা করছে এক অসাধারণ দৃশ্য, যা মনকে এক লহমায় শান্ত করে দেবে।

নাসপাতি বাগান
চ্যালেট হাউস ঘুরে সবুজকে সঙ্গে নিয়ে যেতে পারেন নাসপাতি বাগানে। গাছ থেকে টাটকা ফল পেরে খাওয়ার মজা উপভোগ করতে পারবেন এখানে। তবে অবশ্যই বাগান মালিকের অনুমতি নিতে হবে।

দশম ফলস
রাঁচির সফরের প্রথম দিনেই রাখতে পারেন দশম ফলস। কয়েকশো সিঁড়ি ভেঙে যদি একদম নীচে যেতে পারেন তাহলে ঝরনার অসাধারণ রূপ দেখে থমকে যাবেনই আপনি।

কোয়েল ভিউ পয়েন্ট
নেতারহাটের আসল সৌন্দর্য বোধহয় কোয়েল ভিউ পয়েন্টেই। এখানে আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবে কুয়াশায় চাদর। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় দেখলে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

রাঁচি লেক
রাঁচি পাহাড়ের উপর অবস্থিত রাঁচি লেক এখানকার প্রধান আকর্ষণ। ১৮৪২ সালে ব্রিটিশরা এই লেক তৈরি করেছিল। রাঁচি বেড়াতে গেলে এই লেকে বোটিং করতে পারেন।

রাজারাপ্পা মন্দির
রাঁচির সফরে অবশ্যই তালিকায় রাখবেন এই মন্দির। পাহাড়ি এই মন্দিরে দেবী ছিন্নমস্তা বিরাজ করছেন। ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন দেবীর ভোগও। আর মন্দিরের পাশ দিয়ে বয়ে চলে নাম না জানা এক নদী। রাঁচি শহর থেকে প্রায় ৬৮ কিমি দূরে রয়েছে রাজারাপ্পা জলপ্রপাত। মন্দিরের পাশাপাশি ঘুরে নিন এই জলপ্রপাতও।

পাইন ফরেস্ট
নেতারহাটের এক অন্যতম আকর্ষণ পাইন ফরেস্ট। পাহাড়ের কোলে দুই ধারে পাইন গাছ আর মাঝখান দিয়ে চলেছে রাস্তা। যতদূর চোখ যায় শুধুই সবুজ।
