ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দায় অত্যন্ত জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। অভিনেতার ঘরের মধ্যে ঘটে যাচ্ছে অদ্ভুত সব কাণ্ড। রহস্যজনক তো অবশ্যই। আবার অনেক অনুরাগী বলছেন, রীতিমত ভৌতিক ব্যাপার। বিষয়টা নিয়েই অভিনেতা নিজেও বেশ চিন্তিত। অভিনেতা রণজয় বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক ভিডিও শেয়ার করেন। তাঁর বাড়িতে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে! কোনও ক্লু নেই ! কী বললেন তিনি ভিডিওতে? কী ঘটছে তাঁর বাড়িতে? উপায় জানতে চাইলেন দর্শকদের কাছে।
কয়েক মাস ধরে চলছে এমন ঘটনা (Ranojoy Bishnu)
কয়েকমাস ধরেই নাকি রণজয়ের (Ranojoy Bishnu) বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। নানা ভৌতিক ঘটনার শিকার হতে হচ্ছে তাঁকে। বাড়িতে ফিরে তিনি দেখছেন, ফুলের টব ভেঙে ছড়িয়ে রয়েছে মেঝেতে। মাঝেমধ্যেই গায়ে আঁচরের দাগ দেখতে পান। আবার মাঝেমধ্যেই ঘুম থেকে উঠে পা নাড়াতে পারেন না। এমনই নানা ঘটনা ঘটতে থাকে তাঁর সাথে। আর না থাকতে পেরে ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। কি কারণে হচ্ছে, কিংবা কোনও উপায় জানা থাকলে অনুরাগীদের জানাতে বলেন।
দরজা জানলা বন্ধ (Ranojoy Bishnu)
বাড়ি থেকে বেরোনোর সময় অভিনেতা (Ranojoy Bishnu) ঘরের জানালার দরজা বন্ধ করে যান। অর্থাৎ জোর হাওয়া ঢোকার কোনও সম্ভাবনা নেই, যে টপগুলো পড়ে যেতে পারে। তিনি আরও বলেন, “ঘটনাগুলো এমন ভাবে ঘটে, দেখে মনে হয় দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত!” ধারাবাহিকের টিম থেকে দেওয়া অভিনেতার এক ছবি সেটাও পড়ে ভেঙে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, বাড়ির অবস্থা লন্ডভন্ড হওয়ার পাশাপাশি মাঝে মধ্যেই তিনি শারীরিক ভাবেও অসুস্থতা বোধ করছেন। আর এসব কি কারণে ঘটছে, তিনি কিছুই বুঝতে পারছেন না।
আরও পড়ুন: Sreeleela: ফাঁস শ্রীলীলার গায়ে হলুদের ছবি! বিয়ে করছেন কার্তিককে?
বিশ্বাস করাটা নিজের উপর
পাশাপাশি রণজয় এও বলেন, সবটাই নিজের বিশ্বাসের উপর। কিন্তু চোখের সামনে এমন ঘটনা গুলো দেখে তিনি সত্যি অবাক। কি কারণে হতে পারে বা কেন হচ্ছে, এসব কিছুই তিনি বুঝতে পারছেন না। তিনি ভিডিওতে আরও বলেন, হয়ত তাঁর গাড়ির উপর এসব করা হয়েছিল। কিন্তু যা তাঁর উপর দিয়ে যাচ্ছে। যদিও সত্যিটা কি কিছুই জানেন না তিনি। অনেক অনুরাগীরা হনুমান চালিশা পাঠ করতে পরামর্শ দিয়েছেন। যাতে মনোবল বাড়ে।
আরও পড়ুন: Rituparno Ghosh: অভিভাবক হারা রাজ! ঊর্ধ্বমুখী কেরিয়ারে মিস করছেন ঋতুপর্ণকে
অকারণে বিব্রত জীবন
মাঝে মাঝে বাস্তব জীবনেও এমন কিছু ঘটনা ঘটে, যা হতবাক হয়ে যাওয়ার মতো। যা কোনও কারণ ছাড়াই প্রাত্যহিক জীবনকে বিব্রত করে তোলে। বর্তমানে রণজয়কে দেখা যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকে নায়ক অনিকেতের চরিত্রে। রণজয়ের বিপরীতে অভিনয় করছেন শ্যামলী ওরফে শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)।