ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যে কোনও মুহূর্তে গ্রেফতার হয়ে যেতে পারেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। এমনটাই শোনা যাচ্ছে। সত্যি কি তবে রণবীর এলাহাবাদিয়ার মাথায় এখন বড় বিপদ? তার বিরুদ্ধে বড় অভিযোগ। আইনি পদক্ষেপ নিতে পারে মহারাষ্ট্র সাইবার সেল। কিন্তু কেনই বা হঠাৎ রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে গ্রেফতারের সম্ভবনা বাড়ছে? আবারও নতুন করে কী করলেন তিনি?
রাতারাতি ভাগ্য বদল (Ranveer Allahbadia)
একটা সময় সোশ্যাল মিডিয়ার সেন্সেশন ছিলেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। ছিল প্রচুর ফ্যান ফলোয়ার্স। গোটা দেশ জুড়ে তার ভক্ত সংখ্যা নেহাত কম ছিল না। কিন্তু একটা বিতর্কিত মন্তব্যের জেরে রণবীরের ভাগ্য পুরোপুরি বদলে গিয়েছে। তার অশ্লীল বিতর্কিত মন্তব্য মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। যার জেরে গোটা দেশে রণবীর সমালোচিত হয়েছেন। পাশাপাশি ফেঁসেছেন আইনি গেরোয়।
কমেছে সাবস্ক্রাইবারের সংখ্যা (Ranveer Allahbadia)
এই ইউটিউবারের মা-বাবার যৌনতা নিয়ে অশ্লীল রসিকতায় রীতিমত ক্ষুব্ধ হয় গোটা দেশ (Ranveer Allahbadia)। যার জেরে হু হু করে কমে রণবীরের সাবস্ক্রাইবারের সংখ্যা। ভারতীয় সংস্কৃতি এবং পারিবারিক পরম্পরা ও ঐতিহ্যকে অসম্মান করার অভিযোগে আইনের দ্বারস্থ হন অনেকেই। গোটা দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে একাধিক থানায় অভিযোগ দায়ের হয় রণবীরের বিরুদ্ধে। এমনকি সুপ্রিমকোর্টের বিচারপতি পর্যন্ত রণবীরের এহেন কাণ্ডের নিন্দা করেছিলেন।
আরও পড়ুন: Bonny Sengupta Odia Film: ওড়িয়া ছবিতে বনির ভাগ্য পরীক্ষা! টলিউড ছেড়ে কোন পথে চললেন?
নতুন ভাবে গল্প লেখার চেষ্টা
পরে রণবীর ইউটিউবার হিসেবে প্রত্যাবর্তন করেন। নতুন করে আবার কনটেন্ট বানাচ্ছেন। সম্প্রতি একটি ভিডিওতে বলেন, আগামী দিনে তিনি আরও দায়িত্ব সহকারে ভিডিও বানাবেন। নতুন ভাবে গল্প লিখতে চাইছেন। সবাই যেন তার পাশে থাকে, সেই আবেদন জানিয়েছেন রণবীর। কিন্তু বিতর্ক তার পিছু ছাড়েনি। এখনও পর্যন্ত তিনি আইনি সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাননি। এবার রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে উঠল পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ। তিনি যদি সত্যি পুলিশকে বারংবার অসহযোগিতা করেন, তাহলে নতুন করে আইনি বিপাকে পড়তে পারেন।
আরও পড়ুন: Alia Bhatt: আড়াই বছরে রাহার কামাল! মেয়ের ট্যালেন্ট দেখে কী লিখলেন আলিয়া?
পদক্ষেপ নিতে পারে সাইবার সেল
শোনা যাচ্ছে, ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের বিতর্ক এখনও শেষ হয়নি। মহারাষ্ট্রের অপরাধ দমন শাখার তরফ থেকে রণবীর এলাহাবাদিয়াকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু রণবীর সেক্ষেত্রে গড় হাজির ছিলেন। যার কারণে এবার তার বিরুদ্ধে উঠেছে অসহযোগিতার অভিযোগ। রণবীরের বিরুদ্ধে সাইবার সেল আইনি পদক্ষেপ নিতে পারে। তদন্তে অসহযোগিতার অভিযোগে মহারাষ্ট্র সাইবার অপরাধ দমন শাখা রণবীরকে গ্রেফতার করতে পারে। একইভাবে তদন্তের স্বার্থে সময় অনুযায়ী তলবে সাড়া দেননি অপূর্বা মাখিজাও। তবে গ্রেফতারি এড়াতে রণবীর কিংবা অপূর্বা পাল্টা কোনও আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা, তা এখনও জানা যায়নি।