ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের শুটিং করেছেন রণবীর সিং (Ranveer Singh)! কী করে সম্ভব? আবার শুটিং করতে গিয়ে অভিনেতা চোটও পেয়েছেন। সম্প্রতি ‘ধুরন্ধর’ (Dhurandhar) ছবির টিজার মুক্তি পেয়েছে। ছবির টিজারে মুগ্ধ অনুরাগীরা। কিন্তু পাকিস্তানে শুটিং কীভাবে হল? কী জানা গিয়েছে এ সম্পর্কে?
পাকিস্তানে শুটিং! (Ranveer Singh)
পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটেছে (Ranveer Singh)। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বন্ধ। ভারতে নিষিদ্ধ হয়েছে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা। অন্যদিকে পাকিস্তানের সমাজ মাধ্যমেও ভারতীয়দের নিষিদ্ধ করা হয়েছে। সেখানে পাকিস্তানের শুটিং কিভাবে সম্ভব হল? জানা গিয়েছে, পাকিস্তানের অলি গলির কিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে ছবিতে। কিন্তু না, তেমনটা একেবারেই নয়।
পাকিস্তান তৈরির চ্যালেঞ্জ! (Ranveer Singh)
‘ধুরন্ধর’ (Dhurandhar) ছবিতে পাকিস্তানের অলি গলিতে যে সমস্ত দৃশ্য পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে, তা একেবারেই নকল। অর্থাৎ সবটাই পাকিস্তানের আদলে তৈরি করা সেট। শোনা গিয়েছে, এই ছবির পরিচালক আদিত্য ধর ছবির পাকিস্তানের দৃশ্যর সবটাই দায়িত্ব দিয়েছিলেন শিল্প নির্দেশক সাইনি জোহরভের উপর। ছবির ব্যাপারে পরিচালক খুব খুঁতখুঁতে। তিনি ছবিতে পাকিস্তানি দৃশ্যগুলি যাতে সত্যি মনে হয়, তার জন্য ছবির শিল্প নির্দেশকের উপর ছেড়ে দিয়েছিলেন। আর এই দায়িত্বটাই নিজের কাছে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নেন সাইনি জোহরভ।
আরও পড়ুন: Koneenica Banerjee: আর্যর মায়ের চরিত্রে কনীনিকা! ছোট পর্দায় কামব্যাক অভিনেত্রীর?
কঠোর পরিশ্রমের ফল
বর্ষাকালে মুম্বাই জলে ডুবে যায় বললে ভুল হবে না। সেখানে পাকিস্তানের মতো হুবহু সেট বানালে নষ্ট হয়ে যেতে পারে, বলে মনে করেছিলেন শিল্প নির্দেশক সাইনি। তাই তিনি ৬ একর জমির উপর ‘ধুরন্ধর’ (Dhurandhar) ছবির সেট তৈরি করেন থাইল্যান্ডে। প্রায় ১৫ জন কর্মীকে নিয়ে কঠোর পরিশ্রমের ফলে তৈরি হয় নকল পাকিস্তান। যা দেখে মনে হবে না সেটি ছবির সেট।
আরও পড়ুন: Swikriti Majumder: বিয়ে ভাঙছে স্বীকৃতির? ভাঙা মনে দুর্বিষহ করবেন অন্যের জীবন!
আহত হন অভিনেতা
‘ধুরন্ধর’ ছবির শুটিং হয় ৬০ দিন ধরে। আর এই পাকিস্তানের আদলের তৈরি সেটে শুটিং করতে গিয়ে আহত হন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। তবে প্রতিমুহূর্তে ছবির পরিচালকের সাহায্যে অভিনেতা নিজের পুরোটা দিয়েই ছবির শুটিং করেছেন। রণবীর সিং এর জন্মদিনে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’ ছবির টিজার। আর সব শেষে এই সেট তৈরির ক্রেডিট ছবির শিল্প নির্দেশক সাইনি জোহরভের। তিনি ইউটিউবে ভিডিও ও নানারকম পুরাতন সংবাদপত্র ঘেঁটে পাকিস্তানের রাস্তা সম্পর্কে ওয়াকিবহল হয়েছেন । আর যার আদলে তৈরি করতে পেরেছেন এই ছবির সেট। যা দেখে অনুরাগীরা বুঝতেই পারেননি যে ছবিটি পাকিস্তানে শুটিং হয়নি।