ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বইয়ের পাতা থেকে এবার সরাসরি বড় পর্দায়। দেখা যাবে ‘রাপ্পা রায়’ (Rappa Roy) কে। আর রাপ্পার ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। এমনটাই শোনা গিয়েছিল। প্রকাশ্যে আসে কমিকস নিয়ে তৈরি চরিত্রের নানান কথা। চরিত্রের ফার্স্ট লুক দেখে সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) অনুরাগীরা দারুণ খুশি হয়েছিল। তারা রাপ্পা রায়কে নিয়ে আশাবাদী ছিল। ডিসেম্বর থেকেই জোর কদমে শুটিং শুরু হয়। কিন্তু বদলে গেল মূল চরিত্রের মুখ। রাপ্পা চরিত্রে সৌম্য মুখোপাধ্যায় নেই। বরং অভিনয় করছেন অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। কয়েকদিনের শুটিং হয়ে গিয়েছিল। তারপর সরে গিয়েছেন সৌম্য। কিন্তু হঠাৎ চরিত্র বদল কেন?
কমেডি থ্রিলার ঘরানার ছবি (Rappa Roy)
বড় পর্দায় যে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডটকম’ (Rappa Roy) আসছে, সে খবর বহুদিন আগেই পাওয়া গিয়েছিল।
পরিচালক ধীমানের কথায়, বহুদিন ধরেই এটি নিয়ে তাঁর কাজ করার ইচ্ছে ছিল। অনেক প্ল্যান করে ছবি করছেন। ছবিতে কমেডি যেমন থাকবে, তেমন ফ্যান্টাসিও থাকবে। তিনিও আশাবাদী, রাপ্পার গোয়েন্দাগিরি দর্শকের বেশ ভালই লাগবে। সিনেমাটা অনেকটা হবে, কমেডি থ্রিলার ঘরানার। পাশাপাশি থাকবে সামাজিক বার্তা। অ্যানিমেশনের ছোঁয়া রাখার চেষ্টা চলবে।
হঠাৎ চরিত্র বদল (Rappa Roy)
এই ছবিতে রাপ্পার (Rappa Roy) প্রথম লুকও সামনে আসে। সৌম্যর পরনে ছিল, গোল গলার সাদা টি-শার্ট। উপরে চেক ফুল হাতা হুডি শার্ট আর জিন্স। ক্রাইম কমেডি আর ফ্যান্টাসি, সবকিছুর মিলেমিশে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। তবে সৌম্য কেন বাদ পড়লেন, তার কারণ এখনও জানা যায়নি। এমনকি অভিনেতা নিজেও বিষয়টা নিয়ে বিস্তারিত জানেন না। গত রবিবারও প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁকে জানানো হয়, সৌম্য পুরোপুরি এই চরিত্র হয়ে উঠেছেন। আবার অপরদিকে টলিপাড়ার গুঞ্জন, গত রবিবারই অর্পণের সম্ভবত লুক সেট হয়েছে। সোমবার থেকে শুটিং শুরু করেছেন।
আরও পড়ুন: Ritwick Chakraborty: না পাওয়া নিয়ে আফসোস নেই, ২০২৪ ঋত্বিকের কাছে এত স্পেশাল কেন?
অন্যান্য স্টারকাস্ট
এই গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে রয়েছেন অভিনেত্রী অলিভিয়ার সরকার। রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়। চেঙ্গিসের চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য (Dibyendu Bhattacharya)। ছবিটির সিনেমাটোগ্রাফি করছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। সমিধ মুখোপাধ্যায় (Samidh Mukerjee) রয়েছেন মিউজিকের দায়িত্বে। ছবির শুটিং হবে কলকাতা সহ কলকাতার বাইরেও। ছবিটি মুক্তি পাবে ধীমান বর্মন প্রোডাকশনের ব্যানারে।
আরও পড়ুন: Puber Moyna Upcoming Episode: গুঞ্জার মুখোশ খুলল রোদ্দুর, শীঘ্রই শেষ হচ্ছে ‘পুবের ময়না’
বইয়ের পাতা থেকে সরাসরি বড় পর্দায়
বইয়ের পাতা থেকে সরাসরি বড় পর্দায় আসা, এটা একেবারেই নতুন নয়। কিন্তু ফেলুদা ব্যোমকেশ ঘরানার বাইরে গিয়ে নতুন আরেকটি চরিত্রকে দর্শকের সামনে দাঁড় করানো, দর্শকের মন জিতে নেওয়া, বিষয়টা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। তবে এই ছবির টিম ভীষণ আশাবাদী। তাঁরা আশা করছেন, এই গল্প দর্শকদের ভালো লাগবে। ফেলুদা ব্যোমকেশ বক্সীর পর রহস্য প্রেমি বাঙালির প্রিয় গোয়েন্দাদের তালিকায় রাপ্পা রায় কতটা জায়গা করে নিতে পারবে, সেটাই দেখার। রাপ্পার চরিত্রে অর্পণের ঝুলিতেও নানান চরিত্র রয়েছে। ছোট পর্দায় তাঁর ডোডোদা চরিত্র বেশ জনপ্রিয়। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে, একাধিক সিরিজে। কিন্তু গোয়েন্দার ভূমিকায় এই প্রথম অভিনয় করছেন।