ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় চার বছর পর টেস্ট ম্যাচ খেলতে নেমে রশিদ খান (Rashid Khan) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন জিম্বাবোয়ের বিপক্ষে। বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে রশিদের অলরাউন্ড নৈপুণ্যে আফগানিস্তান ৮৬ রানের প্রথম ইনিংসের ঘাটতি পেরিয়ে ম্যাচ জিতে নিয়েছে।
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ (Rashid Khan)
প্রথম ইনিংসে আফগানিস্তান মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায় (Rashid Khan)। এরপর জিম্বাবোয়ে ২৪৩ রান তোলে। তবে তৃতীয় ইনিংসে রহমত শাহর দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে আফগানিস্তান ৩৬৩ রান সংগ্রহ করে। ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ২০৫ রানে গুটিয়ে যায়। এর ফলে আফগানিস্তান তাদের প্রথম মাল্টি-টেস্ট দ্বিপাক্ষিক সিরিজ জয়লাভ করে। প্রথম টেস্টটি ড্র হয়েছিল।
রশিদ খানের অবদান (Rashid Khan)
প্রথম ইনিংসে রশিদ (Rashid Khan) ৪ উইকেট নিয়েছিলেন মাত্র ৯৪ রানের বিনিময়ে। চতুর্থ ইনিংসে তার অসাধারণ স্পিনে তিনি ক্যারিয়ার সেরা ৬৬ রানে ৭ উইকেট তুলে নেন। ম্যাচে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১৬০ রানে ১১ উইকেট। ব্যাট হাতেও রশিদ গুরুত্বপূর্ণ ২৫ এবং ২৩ রানের দুটি ইনিংস খেলেন।
ইতিহাসের পাতায় রশিদ খান
রশিদ খান ইতিহাসে নাম লিখিয়েছেন ১০ উইকেট নেওয়ার পাশাপাশি দুটি ইনিংসেই ২০ বা তার বেশি রান করার মাধ্যমে। এটি তার টেস্ট কেরিয়ারে দ্বিতীয়বার। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে দেরাদুনে বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানে ১১ উইকেট নেন এবং ব্যাট হাতে ৫১ ও ২৪ রান করেছিলেন।
মোট টেস্ট ক্রিকেটে এই নিয়ে দশম বার কোনও খেলোয়াড় এই কীর্তি অর্জন করেছেন। তবে রশিদ প্রথম খেলোয়াড় যিনি এটি দু’বার করতে পেরেছেন।
রশিদের পরিসংখ্যান
রশিদ তার টেস্ট ক্যারিয়ারের ছয় ম্যাচে ৪৫ উইকেট নিয়েছেন এবং তিনবার ১০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ২০০৭ সালে ডেল স্টেইনের পর রশিদ প্রথম খেলোয়াড় যিনি পরপর দুটি টেস্টে ১০ উইকেট নিয়েছেন।
রশিদ তার আগের টেস্টে ২০২১ সালের মার্চ মাসে আবু ধাবিতে জিম্বাবোয়ের বিপক্ষেও ১১ উইকেট নিয়েছিলেন।
ছয়টি টেস্ট খেলার পর রশিদ টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। ভার্নন ফিল্যান্ডারের সঙ্গে যৌথভাবে এই স্থান দখল করেছেন তিনি। শুধু চার্লি টার্নার, যিনি ১৮৮৭ সালে টেস্ট অভিষেক করেছিলেন, ছয় ম্যাচের পর ৫০ উইকেট নিয়ে রশিদের তুলনায় এগিয়ে আছেন।