ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কানাঘুষোই সত্যি হল, সম্পর্ক নিয়ে এত লুকোছাপা করেও কোনও লাভ হলো না (Rashmika-Vijay)। রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) সত্যিই কি তবে সম্পর্কে রয়েছেন? সেই ভালোবাসা পড়তে চলেছে সিলমোহর। এমনটাই বলছেন তাঁদের অনুরাগীরা।
সত্যি বলে ফেললেন পুষ্পার নায়িকা (Rashmika-Vijay)
একটা সাক্ষাৎকারে কিছুটা মুখ ফসকে সত্যিটা বলে দিলেন পুষ্পার নায়িকা (Rashmika-Vijay)। বললেন, সবচেয়ে আনন্দের জায়গা বাড়ি। এখানেই তাঁর মনে হয়, জীবনের সাফল্য আসবে যাবে। কখনই চিরস্থায়ী নয়, তবে এই জায়গা তাঁর শিকড়। তারপরেই বলেন, এখানে থেকেই কাজ করতে ভালোবাসেন। আর এখানেই ভালোবাসা পেয়েছেন। তিনি একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার। কিন্তু তিনি কার পার্টনার? এই বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি।
বিজয়ের বিশেষ বন্ধু রশ্মিকা (Rashmika-Vijay)
বিজয়কে কিন্তু অনেক বলিউড নায়িকা পছন্দ করেন (Rashmika-Vijay)। বলিপাড়ার অনন্যা পান্ডে বিজয়কে যে পছন্দ করতেন তা তিনি নিজেই বলেছিলেন। শুধু তাই নয়, বিজয়কে পছন্দ করতেন জাহ্নবী কাপুরও। যদিও বিজয়ের বিশেষ বন্ধু হিসেবে বারংবার উঠে এসেছে রশ্মিকার নাম। বিজয়ও প্রকাশ্যে একাধিক বার বলেছেন, রশ্মিকার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভালো।
আরও পড়ুন: Biswanath Basu: জুতো পরে মাল্যদান করায় চরম খেসারত, আক্রমণের মুখে বিশ্বনাথ বসু!
মালদ্বীপে একত্রে ছুটি কাটানো
একসময় বিজয় এবং রশ্মিকার প্রত্যেকটা পোস্ট জন্ম দিয়েছিল, একের পর এক নতুন জল্পনা। যার জেরে খবরের শিরোনামে রয়েছে দক্ষিণের এই চর্চিত জুটি। মালদ্বীপে দুজনেই ছুটি কাটাতে গিয়েছিলেন। তবে একে অন্যের সঙ্গে যে একান্তে ছুটি কাটাতে গিয়েছেন, সে কথা তাঁরা সামনে আনেননি। সোশ্যাল মিডিয়ার ছবি মিলিয়ে দেখেছেন অনুরাগীরা। এটা স্পষ্ট যে তাঁরা মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।
দু’জনে ভালো বন্ধু!
সম্পর্কের গুঞ্জন থাকলেও বাস্তবে সেই সম্পর্ক নিয়ে দুই পক্ষ কোনও দিনও কোনও মন্তব্য করেননি। বরং রশ্মিকা বলেছিলেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। শুধু দক্ষিণ ইন্ডাস্ট্রি নয়, বলিউড ইন্ডাস্ট্রিতেও এখন বেশ নাম কুড়িয়েছেন রশ্মিকা। অপরদিকে দক্ষিণে বিজয়ের দাপট আগাগোড়াই ছিল। বলিউড সুন্দরীদের সাথে বিজয় নাম যতই জুরুক না কেন, বি-টাউনে এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রেম জল্পনায় হট টপিক বিজয় এবং রশ্মিকার সম্পর্ক।
আরও পড়ুন: Rakhi Sawant: আবার বিয়ে করছেন রাখি সাওয়ান্ত! মন দিলেন পাকিস্তানে
কেমন হবে রশ্মিকার জীবনসঙ্গী ?
গত ডিসেম্বরেই বিজয়ের সঙ্গে প্রেম গুঞ্জনের মাঝে রশ্মিকা মন্তব্য করেন বলেছিলেন, তাঁর কেমন পাত্র চাই। জানিয়েছিলেন, “আমার জীবনের প্রতিটি পর্বে আমার পাশে থাকবে এমন সঙ্গী চাই। আমার সেই সান্ত্বনা, নিরাপত্তা এবং সহানুভূতি দরকার। সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একে অপরকে সম্মান করা, যত্ন করা, পাশে থাকা। সম্পর্কের সমীকরণ এতেই মজবুত হয়ে ওঠে। আমার সঙ্গী যে হবে সে যেন আমায় খুব ভালবাসে , আমায় যত্ন করে। একজন ভালো হৃদয়ের মানুষ হবে সে।” তবে রশ্মিকার পছন্দমত এমন পাত্র বিজয় কিনা, তা জানা যায়নি।