Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন গত বছরই। এবার আইপিএল থেকেও অবসর নিয়ে দিলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Aswin Retirement)। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার। দ্বিতীয়বার অবসরের কথা জানাতে গিয়ে আইপিএল এবং বিসিসিআই-কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে আইপিএল থেকে অবসর নিলেও এখনই পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না অভিজ্ঞ এই অফ স্পিনার। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট লিগে খেলবেন বলে জানিয়েছেন তিনি।
আমার সময় শেষ হল,জানালেন অশ্বিন (Aswin Retirement)
বুধবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী (Aswin Retirement)। অবসরের জন্য সেই দিনটাকেই বেছে নিয়ে অশ্বিন(Rabi Chandan Aswin) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আজ একটা বিশেষ দিন। একটা বিশেষ শুরু করা যাক। প্রত্যেকে বলে প্রত্যেক শেষের একটা শুরু থাকে। আইপিএল ক্রিকেটার হিসেবে আজকে আমার সময় শেষ হল, কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন লিগে নিজেকে আবিস্কার করার আমার অভিযান আজ থেকে শুরু হচ্ছে। এত বছর ধরে আমি যে সকল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি, সেখানে দারুন সব মুহূর্ত এবং সম্পর্কগুলোর জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমাকে এখনও পর্যন্ত এত কিছু দেওয়ার জন্য আইপিএল এবং বিসিসিআই-কেও ধন্যবাদ জানাতে চাই। আমার সামনে এখন যা কিছু আসতে চলেছে সেগুলোকে উপভোগ করার জন্য এবার সামনের দিকে তাকাতে চাই।’
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (Aswin Retirement)
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি রবিচন্দ্রন অশ্বিন (Aswin Retirement)। ১০৬ টেস্টে তাঁর উইকেটসংখ্যা ছিল ৫৩৭। ১১৬টি ওয়ানডেতে নিয়েছিলেন ১৫৬টি উইকেট। ৬৫ টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা ৭২। বুধবার আইপিএল থেকেও অবসর নিয়ে নিলেন। ২১১ ম্যাচের আইপিএল কেরিয়ারে তাঁর নামের পাশে লেখা থাকবে ১৮৭ উইকেট। ইকনমিক রেট ৭.২। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পাঁচ নম্বরের রয়েছেন এই অভিজ্ঞ স্পিনার। ব্যাট হাতে রয়েছে ৮৩৩ রান। ২০০৮ সালে ‘ঘরের দল’ চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু অশ্বিনের। সেই চেন্নাইয়ের জার্সিতে খেলেই আইপিএল-কে বিদায় জানালেন তিনি। ২০১০ ও ২০১১ আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই দলের সদস্যও ছিলেন তিনি।

আরও পড়ুন : Israel Gaza Conflict :গাজায় চার সাংবাদিকের মৃত্যুতে দুঃখপ্রকাশ নেতানিয়াহুর
দীর্ঘ আইপিএল কেরিয়ার (Aswin Retirement)
আইপিএলে চেন্নাইয়ের পাশাপাশি রাইজিং পুনে সুপার জয়ান্ট, দিল্লি ক্যাপিটালস, তৎকালীন কিংস ইলেভেন পঞ্জব এবং রাজস্থান রয়্যালসের হলেও খেলেছেন অশ্বিন। পঞ্জাবের হয়ে অধিনায়কত্বও করেছেন (Aswin Retirement)। এক দশক পর চলতি বছরে আইপিএল নিলাম থেকে ৯.৭৫ কোটি টাকায় কিনে তাঁকে আবার ঘরে ফিরিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু কেরিয়ারের শেষ আইপিএল মরশুমটা মোটেও সুখকর হয়নি অশ্বিনের। এই বছরের আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ৯ ম্যাচে। ২০০৯ মরশুমের পর এই প্রথম এই বছর আইপিএলের সব ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তিনি। ৯ ম্যাচে ৮.৪৯ ইকোনমি রেটে ওভারপ্রতি ৯.১২ রান দিয়ে পেয়েছিলেন মাত্র ৭ উইকেট। যা, তাঁর আইপিএল কেরিয়ারের সবথেকে জঘন্যতম পারফরমেন্স। সেই কারণে বার বার তাঁকে সমালোচিতও হতে হয়েছে। তাই বিদায়টা মোটেও সুখকর হল না।
অশ্বিনের চেন্নাই সুপার কিংস ছাড়ার গুঞ্জন (Aswin Retirement)
এই মাসের শুরুতেই অশ্বিনের চেন্নাই সুপার কিংস ছাড়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল (Aswin Retirement)। তিনি নাকি নিজেই চেন্নাই সুপার কিংস ছাড়তে চেয়েছিলেন। সিএসকে কর্তৃপক্ষের কাছে তিনি অনুরোধ করেছিলেন মিনি নিলামের আগেই তাঁকে যেন ছেড়ে দেওয়া হয়। শুধু দল নয়, সিএসকে অ্যাকাডেমির ডিরেক্টর অফ অপারেশনস পদ থেকেও ইস্তফা দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কী কারণে তিনি ছাড়তে চেয়েছিলেন, তা তাঁর আচমকা অবসরের সঙ্গে সঙ্গে রহস্য হয়েই থেকে গেল।

আরও পড়ুন : Landslide In Vaishno Devi : বৈষ্ণোদেবীর পথে ধস, মৃত পাঁচ পুণ্যার্থী
আন্তর্জাতিক ক্রিকেট এবং দেশের ঘরোয়া টুর্নামেন্ট থেকেও অবসর নিয়ে নেওয়ায় বিসিসিআইয়-এর নিয়ম অনুযায়ী এবার অশ্বিনের বিদেশি ক্রিকেট লিগ বা টুর্নামেন্টগুলোতে খেলতে আর কোনও বাধা রইল না। কারণ বিসিসিআই-এর নিয়ম হচ্ছে, আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টের বর্তমান ক্রিকেটাররা বিদেশের কোনও টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পাবে না। সেই নিয়ম থেকে অশ্বিন এখন মুক্ত।
বিদেশে টি-২০ লিগ খেলবেন? (Aswin Retirement)
গত বছর একই পথে হেঁটে আসন্ন সাউথ আফ্রিকা টি-২০ লিগে (SA20) খেলার সিদ্ধান্ত নিয়েছেন দীনেশ কার্তিক (Aswin Retirement)। বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগের ফ্র্যাঞ্চাইজিরা যদি আগ্রহী হন তাহলে অদূর ভবিষ্যতে ছয় মাস পরে শুরু হতে চলা সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ SA20, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ইংল্যান্ডের হান্ড্রেড অথবা ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগেও খেলতে দেখা যেতে পারে রবিচন্দন অশ্বিনকেও।