Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আট মাসের মধ্যেই সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় তারকা বোলার (Ravichandran Ashwin)। জল্পনা বাড়ছে দলের সঙ্গে ঝামেলার কারণেই অবসর।
অবসর ঘিরে জল্পনা (Ravichandran Ashwin)
মাত্র আট মাসের মধ্যেই তিনি দেশের হয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। নিজেই জানিয়েছেন আইপিএল থেকে তার অবসরের কথা (Ravichandran Ashwin)।
সিরিজের মাঝেই তিনি অবসর ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্ত সকলকে বিস্মিত করেছিল। তার হঠাৎ আইপিএল থেকে অবসরের ঘোষণাও চমকে দিয়েছে সবাইকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে অশ্বিন যোগ দিয়েছিলেন তার পুরনো দল চেন্নাই সুপার কিংসে। ৯.৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল CSK।
অবসরের পর বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কথা বললেও জল্পনা বাড়ছে তার অবসর নিয়ে। সমর্থকদের মনে উঁকি দিচ্ছে অন্য প্রশ্ন। অনেকের মতে দলের সাথে ঝামেলার জেরে এই সিদ্ধান্ত (Ravichandran Ashwin)।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালে আইপিএল চলাকালীন একটি ইউটিউব ভিডিয়োতে দলের পরিকল্পনার কথা বলতে শোনা যায় তাকে। যেটা টিম ম্যানেজমেন্ট ভাল ভাবে নেয় নি। তারা অশ্বিনকে নির্দেশ দেয় দলের অভ্যন্তরের কথা বাইরে না বলতে। সেই সময় সমস্যা মিটে যায়।
আরও পড়ুন : kolkata Metro: মেট্রো লাইনে বিপর্যয়! ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা?
IPL শেষে অশ্বিন তাঁর নিজের চ্যানেলে একটি ভিডিয়োতে জানান, IPL যখন ফের শুরু হয় সেই সময়ে CSK দলে সই করিয়েছিল ডেওয়াল্ড ব্রেভিসকে। আর সেটা তারা করেছিল নিয়ম ভেঙে। সেখান থেকেই যেন সংঘাত চরমে যায় বলেই ধারণা (Ravichandran Ashwin)। এরপর CSK প্রমাণ দিয়ে দেখিয়ে দেয় তারা কোনও নিয়ম ভাঙেনি। এর পরেই অশ্বিন অবসরের ঘোষণা করল। অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। অর্থাৎ সেই সংঘাতের কারণেই অবসর ঘোষণা বলে মনে করছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের দাবি, অশ্বিন বুঝতে পেরেছিলেন তাকে হয়তো দল থেকে বাদ দেওয়া হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলেই অনেকের মত। যদিও দলের তরফে কোনও বিতর্কিত পোস্ট করা হয় নি তার অবসর নিয়ে (Ravichandran Ashwin)। CSK অশ্বিনের ছবি পোস্ট করে লেখে, ‘সুপার কিংস হিসেবে যেই যাত্রা শুরু হয়েছিল, সুপার কিংস হয়েই সেটা শেষ হলো। জীবনের বৃত্ত সম্পূর্ণ হলো তার এই যাত্রাপথ দিয়ে। সবসময় আমাদের এক সদস্য হয়ে থাকবে।’