ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গোটা পাকিস্তানের বিভিন্ন স্থানে চলছে ‘টার্গেট কিলিং’! কিছু অজ্ঞাত হামলাকারীদের আগ্নেয়াস্ত্রে একেবারে ঝাঁঝরা হচ্ছেন পাকিস্তানের নিরপরাধ নাগরিকরাও। এর পেছনে নাকি রয়েছে ভারতের গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (RAW Activity)-এর হাত। নতুন বছরের শুরুতেই নয়াদিল্লির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনল পাকিস্তান। কিন্তু যদিও ভারতের নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের এই অভিযোগকে একেবারেই ‘মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে।
পাক বিদেশ মন্ত্রকের বক্তব্য (RAW Activity)
পাকিস্তানের মধ্যে যে টার্গেট কিলিং চলছে বলে অভিযোগ করছে পাকিস্তান, সেই নিয়ে এবার মুখ খোলেন পাক বিদেশ মন্ত্রক (RAW Activity)। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জেহরা বালুচ এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জেহরা বালুচ বলেন, পাকিস্তানের একাধিক হত্যাকাণ্ড ও অপহরণের পেছনে ভারতের গুপ্তচর সংস্থা জড়িত রয়েছে সেই প্রমাণ পেয়েছি।
জঙ্গি কার্যকলাপের অভিযোগ (RAW Activity)
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে যে পাক নাগরিকদের হত্যার অভিযোগ তোলা হচ্ছে ভারতের বিরুদ্ধে তাদের প্রত্যেকের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ রয়েছে। আর তাঁদেরকেই ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW Activity) হত্যা করছে বলে অভিযোগ তুলছেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মমতাজ জেহরা বালুচ।
টার্গেট কিলিং-এ আফগান যোগ
পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়েছে, পাকিস্তানের মাটিতে টার্গেট কিলিং-এর জন্য নতুন পন্থা অবলম্বন করছে ভারতের এই গুপ্তচর সংস্থা। তাদের দাবি খুনের জন্য আফগানদের ভাড়া করছে ‘র’। এই সম্পুর্ন হত্যাকাণ্ড নাকি পরিচালনা করা হচ্ছে দুবাই থেকে। পাকিস্তানের জঙ্গি অভিযুক্ত নাগরিকদের খুনের ‘সুপারি’ দেওয়া হচ্ছে হাওয়ালার মাধ্যমে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে নাম না করে আফগানিস্তানের তালিবান শাসক এবং সন্ত্রাসবাদী সংগঠন ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ -এর কথাও ইশারা করা হয়। এই সংগঠনের থেকে ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্টরা যথেষ্ট সাহায্য পাচ্ছেন বলে দাবি করছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। এর বিনিময়ে পাকিস্তানের মাটিতে সন্ত্রাস ছড়াতে টাকা এবং অন্যান্য উপকরণ দিয়ে তাঁদের সাহায্য করছে ভারত।

পাক সংবাদ সংস্থার দাবি
পাকিস্তানের একটি সংবাদ সংস্থা তার প্রতিবেদনে দাবি করছে,গুপ্তচর সংস্থার এই সমস্ত কার্যকলাপের সম্পূর্ণ বিবরণ রয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তার নির্দেশেই নাকি চলছে এই হত্যাকাণ্ড। সেই প্রতিবেদন গুলিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভুমিকার কথাও উল্লেখ করা হয়েছে।
পাকিস্থানের এই দাবির কারণ
পাকিস্থান হঠাৎ কেন এমন দাবি করছে? কেন তাঁরা তাদের দেশের নাগরিকদের হত্যার দায় ভারতের গুপ্তচর সংস্থার উপর দিচ্ছে? এর পেছনে রয়েছে আমেরিকার সংবাদ সংস্থার একটি প্রতিবেদন। গত ডিসেম্বরে ‘ইন ইন্ডিয়াজ় শ্যাডো ওয়ার উইথ পাকিস্তান’ নামে একটি প্রতিবেদনে পাকিস্থানের মাটিতে পাকিস্থানের নাগরিকদের হত্যার পেছনে ভারতের গুপ্তচর সংস্থার হাত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।