Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৯ সালে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন রায়াডু। তারপর আর কোনোদিন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নি তিনি (Rayudu on Kohli)।
রায়ডুর নিশানায় তারকা ব্যাটার (Rayudu on Kohli)
কোহলি জমানায় ২০১৯ সালের বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন ঠিক আগের মুহূর্তে। শেষ মুহূর্তে দল নির্বাচনের বিতর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে এটি একটা। সেই নিয়ে মুখ খুললেন রায়ডু (Rayudu on Kohli)। অভিযোগের আঙুল ভারতের তারকা ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক কোহলির দিকে।
সরাসরি বিরাট কোহলিকে কাঠগড়ায় তুলে রবিন উথাপ্পা অভিযোগ করেন কোহলি কাউকে অপছন্দ করলে, সে দল থেকে বাদ পড়তেন। রায়ডু এবার নিজেই কার্যত উথাপ্পার সুরেই কথা বললেন (Rayudu on Kohli)।

তিনি এক সাক্ষাৎকারে উথাপ্পার এই বক্তব্যের সমর্থনে কথা বলেন। তিনি বলেন ‘রবিন যেটা বলেছে, সেটা সম্পূর্ণ সত্য। তবে একটা সময় অবধিই এটি চালু ছিল।’ তবে এর সাথে রায়ডু বলেন তাকে কোহলি ব্যাকও করেছিল। তিনি বলেন আবেগের বসে এসে অনেকেই অনেকে কিছু বলে ও করে। তবে সেই সময় এই সিদ্ধান্তটা ক্রিকেটের ভিত্তিতে হয় নি বলেও জানান রায়ডু (Rayudu on Kohli)।
রায়াডু বলেন ‘ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে মেনে নিতে হয়েছে(Rayudu on Kohli)। দিনের শেষে নির্বাচক, ক্যাপ্টেন, কোচ কাউকেই কাঠগড়ায় তোলা যায় না। এটা বলবো না যে ওটা ক্রিকেটীয় সিদ্ধান্ত ছিল না, তবে এটা বলব যে শুধু ক্রিকেটের দক্ষতার ওপর ভিত্তি করেও ওই সিদ্ধান্তটা নেওয়া হয়নি।’
তার বাড়িতে ২০১৯ বিশ্বকাপের আগে কিট ব্যাগ এসে পৌঁছানোর কথা বলেন উথাপ্পা। উথাপ্পার সেই কথাকে সত্যি বলে জানান রায়ডু। তিনি জানান বিশ্বকাপের কিট ব্যাগ, জার্সি তার বাড়িতে এসেছিল। কারণ বোর্ড সেই সময় ২৫ জন ক্রিকেটারকে পাসপোর্ট, ভিসা, জামাকাপড় সব দিয়ে তৈরি রাখত। সেই সময় সব কিছু আগে পাঠিয়ে নির্বাচন পরে হত। কারণ সব কিছু শেষ মুহূর্তে আয়োজন করা যায় না বলেই বোর্ডের এই নিয়ম। তবে শেষ মুহূর্তে এইভাবে দল থেকে বাদ পড়ায় ক্ষোভের সুর শোনা গেল প্রাক্তন ভারতীয় মিডল অর্ডার ব্যাটরের গলায় (Rayudu on Kohli)।