ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জল্পনা ছিল মুদ্রানীতি কমিটির সভায় সুদের হার কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। বুধবারের সকালে সেই জল্পনাই সত্যি হল । বুধবার সকালে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র। ফলে রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশে। এর আগে ৭ ফেব্রুয়ারি রেপো রেট কমিয়েছিল আরবিআই।
রেপো রেট আদতে কী?(RBI)
রেপো রেট হল সুদের হার, যে হারে মূলত রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয়। ফলে এই রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি গ্রাহকদের কত হারে ঋণ দেবে। ফেব্রুয়ারি মাসেই এই পরিমাণ ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল আরবিআই(RBI)। এপ্রিল-মে মাসের অর্থনীতিতে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদ কমল। ফলে ফেব্রুয়ারির পর যেখানে রেপো রেট ছিল ৬.২৫, তা নেমে হল ৬।
গাড়ি-বাড়ির ঋণের ইএমআই-তে বড় পরিবর্তন!(RBI)
আরবিআই(RBI) রেপো রেট কমানোয় বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে বলে অনুমান আর্থিক বিশ্লেষকদের। রেপো রেট কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত ঋণে সুদের হার কমে। এর জেরে স্বস্তি পাবে ব্যাঙ্ক ঋণ নেওয়া আমজনতা। কমবে তাদের মাসিক কিস্তির অঙ্ক। সে কারণে ঋণ গ্রহণকারীর মুখে হাসি ফুটেছে। রেপো রেট কমানো প্রসঙ্গে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র বলেন, ‘‘সর্বসম্মতিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি।’’
দুইবার রেপো রেট কমাল আরবিআই
প্রসঙ্গত, এ দিন থেকেই ভারতে চালু হল ট্রাম্পের শুল্কনীতি। ক্ষমতায় ফেরার পর থেকেই শুল্কনীতি নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প।
আরও পড়ুন: UP Marriage Case: স্বামী-সন্তান ছেড়ে ভিনধর্মী স্কুল পড়ুয়ার সঙ্গে তৃতীয় বিয়ে মহিলার
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চলছে একপ্রকার। প্রায় সব দেশের ওপর চাপানো হয়েছে শুল্ক। এই পরিস্থিতিতে রেপো রেটের হার কমানো উল্লেখযোগ্য সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের। এই নিয়ে পরপর দুইবার রেপো রেট কমাল আরবিআই। এর আগে ফেব্রুয়ারি মাসে সঞ্জয় মলহোত্রা গভর্নর নির্বাচিত হয়ে আসার পর প্রথম বৈঠকেই রেপো রেট কমানোর ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন: UP Man Killed By Wife: স্বামীর রেলের চাকরি ‘হাতাতে’ খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খুন করলেন স্ত্রী