ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বই মানুষের প্রিয় বন্ধু(Reading Habits)। বই মানুষের যেমন অবসরের সঙ্গী, জ্ঞানের আধারও তেমনি বই। তবে বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির অধিক প্রভাবের কারণে বড়দের সঙ্গে শিশুরাদেরও বই থেকে মুখ ফিরিয়ে নিতে দেখা যাচ্ছে। দিন দিন তাদের আসক্তি বাড়ছে ভিডিয়ো গেম কিংবা মোবাইলের প্রতি। কিন্তু আজও অধিকাংশ অভিভাবক চান তাঁদের সন্তানের বইয়ের প্রতি আগ্রহ জন্মাক। কীভাবে তাদের আগ্রহী যায় তার চেষ্টা করতে হবে অভিভাবককেই।
সন্তানকে কিনে দিন বিভিন্ন ধরনের বই (Reading Habits)
সন্তানদের বই পড়ার অভ্যাসকে বাড়িয়ে তুলতে বিভিন্ন ধরনের বই কিনে দিন। এতে নানান বিষয়ে সন্তানের আগ্রহ বাড়বে(Reading Habits)। ফলে জ্ঞানের ভাণ্ডারও বাড়তে থাকবে, যা আগামী দিনে তার কাজে আসবে বৈকি। কোনও একটা গল্প পড়তে বলে কিছুক্ষণ পর তাকে সেই গল্প থেকে নানা প্রশ্ন করুন। এতে সন্তানের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়বে।
খেলার ছলে শেখান বাচ্চাদের (Reading Habits)
খেলার ছলে বাচ্চাদের বর্ণমালা ও শব্দ শেখান(Reading Habits)। দৈনন্দিন কাজকর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়তো কথাবার্তার মাঝে মাঝে বিভিন্ন শব্দের সঙ্গে পরিচয় করিয়ে দিন তার। সুযোগ পেলে খাওয়ার সময়, খেলার সময়ও ছোট ছোট শব্দ, বাক্য কিংবা অক্ষর নিয়ে আলোচনা করতে পারেন।
আরও পড়ুন:Marigold Care: কীভাবে নেবেন শীতে গাঁদা গাছের যত্ন? কী প্রকারে বাড়বে অধিক ফুল? রইলো টিপস্
মজার ছলে পড়ান শিশুকে
মজার ছলে শিশুকে পড়ান। এক্ষেত্রে কোনও গল্প বলার সময় সেই গল্পের বিভিন্ন চরিত্রের গলা আলাদা আলাদা ভঙ্গিমায় পাঠ করে শিশুর মনযোগ আকর্ষণ করতে পারেন। এতে শিশুর ওই গল্পের প্রতি ঝোঁক বাড়বে বৈকি(Reading Habits)।
আপনিও বই পড়ুন সন্তানের সাথে
শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে তাদের সঙ্গে আপনি বই নিয়ে বসুন তার কাছে। বই পড়ুন একসঙ্গে। আপনাকে বই পড়তে দেখলে আপনার সন্তানও নিজের বইয়ের খান দুয়েক পাতা উল্টে দেখবে। এইভাবেই তো ধীরে ধীরে বাড়বে বই পড়ার আগ্রহ।
আরও পড়ুন:NASA: নাসার ইনস্টাগ্রাম পেজে স্যান্ডহিল সারস নিয়ে আকর্ষণীয় পোস্ট
শিশুর ঘর সাজান বই পড়ার উপযোগী করে
সন্তানকে তার নিজের পছন্দ মতো বই সংগ্রহ করে লাইব্রেরি তৈরিতে উৎসাহ দিন। সন্তানের ঘরে একটি বইয়ের তাক তৈরি করে দিন, আর তা বইয়ের ভিড়ে ভরিয়ে তুলতে উৎসাহ দিন। সন্তানের পড়ার ঘরটিকে আরামদায়ক কুশন, উজ্জ্বল আলো, পড়ার ভালো টেবিল-চেয়ার-বই দিয়ে সাজিয়ে তুলুন।
শিশুকে বই উপহার দিন
শিশুর জন্মদিনে বেশিরভাগ অভিভাবকই সন্তানকে খেলনা কিনে দেন। তবে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাইলে ছোটবেলায় শিশুর জন্মদিনে নানারকম বই উপহার দিতে পারেন। একাধিক লেখকের বই উপহার দিন। এর ফলে সন্তানও বুঝতে শিখবে বইয়ের প্রতি আপনি যে গুরুত্ব দিচ্ছেন ও ধীরে ধীরে নিজের মধ্যেও বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হবে।