ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের জাদু দেখাছে রিয়াল মাদ্রিদ (Real Madrid vs Atletico Madrid)। এবার ২-১ গোলে অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়গা পাকা করল আন্সেলোত্তির দল।
রদ্রিগোর দ্রুত গোল, আলভারেজের জবাব, কিন্তু দিয়াজের জাদুতে এগিয়ে রিয়াল (Real Madrid vs Atletico Madrid)
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ একধাপ এগিয়ে থাকল (Real Madrid vs Atletico Madrid)। ব্রাহিম দিয়াজের অসাধারণ গোল রিয়ালকে ২-১ ব্যবধানে জয় এনে দিল। ম্যাচের শুরুতেই মাত্র চার মিনিটে রদ্রিগো রিয়ালকে লিড এনে দেন। হাভি গ্যালানকে পেরিয়ে বক্সে ঢুকে দারুণ কাট ব্যাক করেন, তারপর দুর্দান্ত শটে বল পাঠিয়ে দেন অ্যাটলেটিকোর গোলকিপার ইয়ান ওবলাকের জালে।
তবে অ্যাটলেটিকো দ্রুত ম্যাচে ফিরতে সক্ষম হয়। ৩২তম মিনিটে হুলিয়ান আলভারেজের অসাধারণ শটে সমতা ফেরে। বক্সের বাঁ দিক থেকে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে দুর্দান্ত কার্লিং শটে বল পোস্টের সাহায্যে জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার। এটি ছিল চলতি চ্যাম্পিয়ন্স লিগে তার নবম ম্যাচে সপ্তম গোল।
দিয়াজের জাদুতে শেষ হাসি হাসল রিয়াল (Real Madrid vs Atletico Madrid)
তবে ম্যাচের ভাগ্য গড়ে দেন ব্রাহিম দিয়াজ (Real Madrid vs Atletico Madrid)। ৫৫তম মিনিটে দিয়াজ অসাধারণ স্কিলে অ্যাটলেটিকোর ডিফেন্ডার হোসে গিমেনেজকে পরাস্ত করে নিচু শটে বল পাঠিয়ে দেন জালে। ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। তার জায়গায় মাঠে নেমে দিয়াজ ম্যাচের নায়ক হয়ে ওঠেন।
দ্বিতীয় লেগে ফিরবেন বেলিংহ্যাম, প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল
আগামী ১২ মার্চ রিয়াধ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগ। সেই ম্যাচে ফিরবেন বেলিংহ্যাম। প্রথম লেগে পিএসভি আইন্দহোভেনকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ায় সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল।
আরও পড়ুন: Hardik and Jasmin: হার্দিক পান্ডিয়া ও জ্যাসমিন ওয়ালিয়ার প্রেম নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়!
অ্যাটলেটিকো এখনও আত্মবিশ্বাসী
ম্যাচ শেষে অ্যাটলেটিকো মিডফিল্ডার কনর গ্যালাঘের বলেন, “রিয়াল মাদ্রিদ দুর্দান্ত দল। আমরা ভালো লড়াই করেছি। হয়তো আমরা আরও ভালো ফল চেয়েছিলাম, তবে এখনো সুযোগ আছে।”
তিনটি অসাধারণ মুহূর্তে ম্যাচের ভাগ্য নির্ধারিত
প্রথমে রদ্রিগো। ফেদে ভালভার্দের থ্রু-বলে গতি বাড়িয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেন এবং নিখুঁত শটে রিয়ালকে এগিয়ে দেন। পরে আবারও পেনাল্টির দাবি তুললেও রেফারি সেটি বাতিল করেন। ম্যাচ শেষে কোচ কার্লো আনসেলোত্তি বলেন, “রদ্রিগো আমাদের কাছে একেবারেই আন্ডাররেটেড নয়। গত তিন বছরে তিনি আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জিততে অনেক সাহায্য করেছেন।”
তারপর আলভারেজ। সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্মে থাকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড অসাধারণ গোল করেন। গত গ্রীষ্মে ৮১ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেওয়া এই তারকা লা লিগাতেও অ্যাটলেটিকোর অন্যতম ভরসা হয়ে উঠেছেন।
আরও পড়ুন: ICC Ranking: আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটসম্যানদের দাপট
তবে শেষ হাসি ব্রাহিম দিয়াজের। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বোঝাপড়া করে দুর্দান্ত ড্রিবলিংয়ে গোল করে রিয়ালকে জয় এনে দেন।
রিয়ালের আরও বড় জয়ের সুযোগ নষ্ট
ম্যাচের একদম শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের ভুল পাসের কারণে ভিনিসিয়াস সহজ সুযোগ হাতছাড়া করেন। এই ভুল না হলে দ্বিতীয় লেগের আগে রিয়াল আরও স্বস্তিতে থাকতে পারত।
এখন সব নজর ১২ মার্চের দ্বিতীয় লেগে। রিয়াল কি আবারও অ্যাটলেটিকোকে হারিয়ে শেষ আটে পৌঁছাবে? নাকি অ্যাটলেটিকো ঘরের মাঠে কামব্যাক করবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।