ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সময় পেলেই অনেকেই কান খোঁচানোর কাঠি, কটন বাড(Cotton Buds)বা ইয়ার বাড কানে গুজে সময় কাটান । মিনিটখানেক ধরে কানের ভিতরে সুড়সুড়ি দিতে দিতে আরামে যেন চোখ বন্ধ হয়ে আসে। কিন্তু ক্ষণিকের আরাম যে যখন-তখন বিপদ ডেকে আনতে পারে, সে খবর রাখেন কি? বিশেষজ্ঞরা বলছেন, এই কটন বাডস দিয়ে কান পরিষ্কার করা একেবারেই উচিত নয়। এতে কান পরিষ্কার হওয়ার পরিবর্তে সমস্যা তৈরি হতে পারে।
কান খোঁচানোয় ক্ষতি হচ্ছে কানের পর্দায়(Cotton Buds)
এই আরামের কারণ কানের ভিতরে অসংখ্য স্নায়ুর জটলা। কান এমন একটা জায়গা, যেখানে অসংখ্য স্নায়ু জটলা পাকিয়ে থাকে। তার উপর সুড়সুড়ি দিলে আরাম তো লাগবেই। কিন্তু কানের মধ্যে যে স্নায়ু রয়েছে তার সংযোগ রয়েছে মস্তিষ্কের সঙ্গে। তাই কটন বাডসের জন্য সেই স্নায়ুতে আঘাত লাগলে অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও কটন বাডস(Cotton Buds) অনেক সময়ই অজান্তে কানের এই পর্দার গায়ে চোট তৈরি করে। যা কিনা তৎক্ষণাৎ বোঝা না গেলেও, পরে সমস্যা তৈরি করে। তাই কটন বাডস ব্যবহার না করাই ভাল।

কান খোঁচানোর কারণে ক্ষতি হবে মস্তিষ্কেরও(Cotton Buds)
চিকিৎসকদের মতে, কান খোঁচাতে গিয়ে পর্দায় চোট লেগেছে, এবং সেই চোট মস্তিষ্কে পর্যন্ত প্রভাব ফেলেছে—এমন ঘটনা প্রায়শই ঘটে। এই অভ্যাসের কারণে বধির হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। অনেক ক্ষেত্রেই আবার বাডের(Cotton Buds) তুলো অসাবধানতায় কানে ঢুকে গিয়ে বড় বিপত্তিও ডেকে আনতে পারে। অনেক সময়ই অস্ত্রোপচারের সাহায্য নিতে হয় এমন বিপদে। শুধু তা-ই নয়, কটন বাড নিয়ে খোঁচানোর ফলে প্রতি দিনই কানের অডিটরি লোবকে উত্তেজিত করে তার অভ্যন্তরীণ ক্ষতি করছি আমরা। কানের তরুণাস্থিও ক্ষতি হচ্ছে। যার ফলে দুর্বল হয়ে যাচ্ছে শ্রবণশক্তি।

আরও পড়ুন: Cardamom:নিয়মিত এলাচ খেলে জানেন কি উপকার? জেনে নিন এলাচের গুণাগুণ
কানের পর্দাকে সুরক্ষিত রাখে কানের ময়লা!
বলা রাখা ভালো,কানের ভিতর যেটুকু ময়লা থাকে, তা আদতে কানের পর্দাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। বিকট আওয়াজ, কানে বায়ু ঢোকা— এ সব থেকে কানের পর্দাকে রক্ষা করে এই ময়লাগুলো। কানের ভিতরের আঠালো পদার্থ আমাদের কানের জন্য ভাল। তা কানের পর্দাকে বাইরের সংক্রমণ ও ধুলোবালি থেকেও রক্ষা করে। ময়লা বেশি জমে যাওয়ার ধারণা ভুল। যেটুকু ময়লা অতিরিক্ত, কান তা হাঁচি-কাশি-স্নান-ঘুম ইত্যাদি নানা জৈবিক কাজের হাত ধরেই বেরিয়ে যায়। আলাদা করে খুঁচিয়ে বার না করলেও চলে। সুতরাং কানের ময়লা নিয়ে দুশ্চিন্তা না করাই ভাল।
আরও পড়ুন: Air Conditioner: দিনরাত ঘরে চলছে এসি? রোগে পড়বেন না তো?