Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আকাশ যেন কিছুতেই হাসতে (Record rainfall in Kolkata) চাইছে না। সকালে বেরোনোর আগে রোদের আশা করলেই বৃষ্টিতে ভিজতে হচ্ছে অনেককে। বিকেলের দিকেও হঠাৎ অন্ধকার আকাশ, বজ্র-বিদ্যুৎ আর এক পশলা বৃষ্টি-এমন চিত্র এখন নিত্যদিনের। চলতি বছরের জুলাই মাসে কলকাতার আবহাওয়া নিয়ে বিরক্ত বহু শহরবাসী।
৬৪ শতাংশ বেশি বৃষ্টি (Record rainfall in Kolkata)
আবহাওয়া দপ্তরের তথ্যানুসারে, চলতি জুলাই (Record rainfall in Kolkata) মাসে (৩০ জুলাই পর্যন্ত) কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ পৌঁছেছে ৫৯৩.৬ মিলিমিটারে, যেখানে স্বাভাবিক পরিমাণ হওয়া উচিত ৩৬২ মিলিমিটার। অর্থাৎ, এবার জুলাইয়ে এখন পর্যন্ত স্বাভাবিকের থেকে ৬৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে শহরে। তুলনামূলকভাবে, গত বছর জুলাই মাসে শহরে বৃষ্টিপাত হয়েছিল মাত্র ৩২৮.৪ মিলিমিটার।
দক্ষিণবঙ্গ জুড়েই দেখা যাচ্ছে বৃষ্টির আধিক্য (Record rainfall in Kolkata)
এই অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস অবশ্য আগেই দিয়েছিল মৌসম (Record rainfall in Kolkata) ভবন। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই দেখা যাচ্ছে বৃষ্টির আধিক্য। দক্ষিণবঙ্গে ২৮ জুলাই পর্যন্ত গড় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮০.৮ মিলিমিটার, যেখানে স্বাভাবিক পরিমাণ ৫৭১.৮ মিলিমিটার। অর্থাৎ প্রায় ১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে এ অঞ্চলে।
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
তবে উত্তরবঙ্গের চিত্র সম্পূর্ণ উল্টো। সেখানে জুলাই মাসে এখনও পর্যন্ত ২৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। স্বাভাবিক হিসেবে যেখানে ১০০৫.৩ মিলিমিটার বৃষ্টির প্রত্যাশা ছিল, সেখানে মাত্র ৭১০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি কবে থামবে? এই প্রশ্নটাই এখন শহরবাসীর মুখে মুখে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবারও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Tropical storm Co-May China: ঝড়-সুনামিতে বিপর্যস্ত চীন, সাংহাইয়ে চরম দুর্যোগ!
তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। কিছু এলাকায় দু’এক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির পর্ব এখনও থামছে না। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। শহরবাসী এখন অপেক্ষায় জুলাইয়ের শেষে অন্তত রোদের দেখা কি মিলবে?