ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশ উচ্চশিক্ষা সার্ভিস কমিশন নিয়োগ পরীক্ষার (Recruitment Exam Scam) আয়োজন করে থাকে। সেখানে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। উত্তরপ্রদেশের এক সহকারী অধ্যাপকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ উঠেছে। পরীক্ষায় জালিয়াতির বিষয় প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্তের নেমে ছে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ)। জানা যাচ্ছে এই অপরাধের সাথে যুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পরীক্ষার্থীর কাছ থেকে ১২ লক্ষ টাকা (Recruitment Exam Scam)
তদন্তে জানা গিয়েছে, জাল প্রশ্নপত্র সরবরাহের জন্য চক্রটি কপিল এবং সুনীল নামে দুই পরীক্ষার্থীর কাছ থেকে ১২ লক্ষ টাকা আদায় করেছিল (Recruitment Exam Scam)। প্রাপ্য টাকার মধ্যে ১০ লক্ষই বৈজনাথের পকেটে গিয়েছে। বাকি দু’জন এক লক্ষ করে টাকা পেয়েছেন। বিএনএসের বিভিন্ন ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে এসটিএফ।
জাল প্রশ্নপত্র বিলি করতেন প্রতারকেরা (Recruitment Exam Scam)
চক্রটি পরীক্ষার্থীদের বেছে বেছে নিশানা করত। মোটা টাকার বিনিময়ে জাল প্রশ্নপত্র বিলি করতেন প্রতারকেরা। এই চক্রের মূল পান্ডা বৈজনাথ পাল পেশায় এক জন অধ্যাপক (Recruitment Exam Scam)। তিনি লাল বাহাদুর শাস্ত্রী ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। বৈজনাথই জাল প্রশ্নপত্রের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা হাতানোর ছক কষতেন বলে অভিযোগ। এই চক্রের অন্যতম সদস্য মেহবুব আলি, বৈজনাথের নির্দেশের জাল প্রশ্নপত্র তৈরি করতেন। এই চক্রের সঙ্গে যুক্ত বৈজনাথের ভাই বিনয়ও।
তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা
ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। গত ১৬ এবং ১৭ এপ্রিল সহকারী অধ্যাপক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষার পরই জালিয়াতির বিষয়টি নজরে আসে। পুলিশ-প্রশাসন, এই ধরনের চক্রের থেকে সতর্ক থাকার আবেদন করেছে। শুঝু তা-ই নয়, এমন কেউ যদি এমন চক্রের হদিস পান, তা পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এই অপরাধের পিছনে আর কারা রয়েছে জানার চেষ্টা চলছে।