ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার গভীর রাতে কলকাতার রিজেন্ট পার্ক (Regent Park Death Case) থানা এলাকায় টেকনিশিয়ান স্টুডিওর সামনের রাস্তা থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে।
মৃতের পরিচয় (Regent Park Death Case)
মৃত যুবকের নাম অনুপ মণ্ডল, বয়স (Regent Park Death Case) আনুমানিক ৩০ বছর। তিনি হরিদেবপুরের মণ্ডলপাড়ার বাদামতলায় থাকতেন এবং একজন প্রবীণ আইনজীবী অরিন্দম সেনের অধীনে কাজ করতেন।
অস্বাভাবিক মৃত্যুর গন্ধ
স্থানীয়দের জানান অনুযায়ী, মঙ্গলবার রাত ৩টা নাগাদ উত্তম কুমার সরণির উপরে যুবকের দেহটি পড়ে থাকতে দেখা যায়। তাঁর মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল, এবং পাশেই পড়েছিল তাঁর হেলমেট।
আরও পড়ুন: Madhyamgram Incident: উচ্ছৃঙ্খল জীবনযাপন মা মেয়ের, মধ্যমগ্রামে ঘটনাস্থল থেকে উদ্ধার হল ইট
তবে আশ্চর্যের বিষয়, তাঁর সঙ্গে কোনও বাইক ছিল না। দ্রুত তাঁকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তদন্ত করছে পুলিশ
এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি যে, অনুপকে খুন করা হয়েছে, না দুর্ঘটনার কারণে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার সঠিক কারণ জানার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এবং ঘটনার দ্রুত তদন্ত দাবি করা হচ্ছে।