Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাবের ভয়াবহ বন্যা (Reliance Relief Drive) পরিস্থিতিতে এগিয়ে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই জেলা-অমৃতসর ও সুলতানপুর লোধিতে শুরু হয়েছে তাদের বিশেষ ত্রাণ অভিযান। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রিলায়েন্স ফাউন্ডেশন ও তাদের সহযোগী সংস্থাগুলি একাধিক দফায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বানভাসি পরিবারগুলির দিকে।
দশ দফা মানবিক সহায়তা (Reliance Relief Drive)
রিলায়েন্স জানায়, তাদের উদ্যোগ মূলত দশ দফা মানবিক সহায়তার (Reliance Relief Drive) উপর ভিত্তি করে গঠিত। এর মধ্যে রয়েছে ১০,০০০ পরিবারের জন্য শুকনো রেশন বিতরণ, এবং ১,০০০ অতি ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য ৫,০০০ টাকার কুপন-ভিত্তিক নগদ সহায়তা। বন্যাকবলিত এলাকাগুলিতে পরিশ্রুত পানীয় জলের সংকট মেটাতে মোতায়েন করা হয়েছে পোর্টেবল ওয়াটার ফিল্টার।
স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন (Reliance Relief Drive)
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, মশারি, দড়ি, বিছানা, ও জরুরি (Reliance Relief Drive) আশ্রয় কিট। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য স্যানিটেশন কিটও সরবরাহ করা হচ্ছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু খাদ্য বা আশ্রয় নয়, বরং স্বাস্থ্যবিধির দিকেও গুরুত্ব দিচ্ছে সংস্থা। দূষিত জলের কারণে রোগ ছড়ানোর আশঙ্কা এড়াতে জীবাণুমুক্তকরণ কর্মসূচি ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে।
‘ভান্তারা’ দল
রিলায়েন্স-এর উদ্যোগ শুধু মানুষের জন্যই নয়, প্রাণীদের সুরক্ষাতেও বিশেষ নজর দিয়েছে সংস্থাটি। পশুসম্পদ রক্ষায় রিলায়েন্স ফাউন্ডেশন-এর পশুকল্যাণ শাখা ‘ভান্তারা’ রাজ্যের প্রাণীসম্পদ দপ্তরের সহযোগিতায় কাজ করছে। গবাদি পশুদের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ শিবির, যেখানে ওষুধ, টিকা এবং খাদ্য সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৫,০০০ গবাদি পশুর জন্য ৩,০০০ সাইলেজ বান্ডিল বিতরণ করা হয়েছে। আহত পশুদের চিকিৎসা ছাড়াও মৃত প্রাণীদের সঠিকভাবে অপসারণের ব্যবস্থাও করছে ‘ভান্তারা’ দল।
জিও পাঞ্জাব টিম
জিও পাঞ্জাব টিম এই দুর্যোগের মধ্যেও দ্রুত নেটওয়ার্ক পরিষেবা পুনরুদ্ধার করেছে, যাতে দুর্গত মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা যায়। অন্যদিকে, রিলায়েন্স রিটেইল স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে সমন্বয় করে বাছাই করা ২১টি প্রয়োজনীয় সামগ্রী সহ রেশন ও স্যানিটেশন কিট পাঠাচ্ছে দুর্গত এলাকায়।
আরও পড়ুন: Lucky Zodiacs: এক দিনে চার শুভ তিথি! মা লক্ষ্মীর কৃপা, পিতৃ আশীর্বাদ ও কর্মক্ষেত্রে উন্নতির যোগ…
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর ডিরেক্টর অনন্ত অম্বানি এই উদ্যোগ নিয়ে বলেন, “পাঞ্জাবের এই কঠিন সময়ে আমরা মানুষের পাশে রয়েছি। ঘরবাড়ি, জীবিকা ও নিরাপত্তা হারানো পরিবারগুলোর পাশে আমরা মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছি। মানুষ ও পশু-উভয়ের জন্যই আমরা আশ্রয়, খাদ্য ও যত্ন নিশ্চিত করতে চাই।”