Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের পিতৃপক্ষ শুরু হয়েছে ৮ তারিখে (Religious Culture), আর শেষ হবে মহালয়ার দিনে ২১ সেপ্টেম্বর। অর্থাৎ, দেবীপক্ষের সূচনা হতে আর মাত্র ১০ দিন মত বাকি। এই বিশেষ সময়কে হিন্দু শাস্ত্রে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ সুযোগ হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয়, সঠিক নিয়মে তর্পণ ও দান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে এবং পরিবার আশীর্বাদে ধন্য হয়। তবে, পিতৃপক্ষ চলাকালীন কিছু নিয়ম-কানুন মানা অত্যন্ত জরুরি।

কোন কাজ করা উচিত নয়! (Religious Culture)
১. শুভ কাজ এড়িয়ে চলুন:
বাড়ি তৈরি, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা বিয়ের মতো অনুষ্ঠান এ সময় না করাই শ্রেয়।
২. মূল্যবান জিনিস কেনা থেকে বিরত থাকুন যেমন সোনা, গাড়ি বা নতুন জমি কেনা।
৩. নেশাজাতীয় দ্রব্য বর্জন করুন:
মদ্যপান বা তামাকজাতীয় দ্রব্য গ্রহণ করলে পিতৃদোষের আশঙ্কা থাকে।
৪. ক্ষৌরকর্ম নিষিদ্ধ:
এই সময়ে চুল-দাড়ি কাটা বা নখ কাটা এড়িয়ে চলতে বলা হয়।
৫. বাড়িতে অশান্তি নয়:
পরিবেশ শান্ত, স্নিগ্ধ ও হাসিখুশি রাখলে বিশেষ ফলপ্রাপ্তি হয়।
কোন কাজগুলো করবেন! (Religious Culture)
১. তর্পণ করা আবশ্যক:
পিতৃপুরুষদের মৃত্যুতিথি অনুযায়ী জল অর্পণ করুন। তিল, কুশ, সাদা ফুল ও জল ব্যবহার করুন। তাঁদের নাম স্মরণ করে তর্পণ করাই শ্রেষ্ঠ পূণ্য।
২. ব্রাহ্মণভোজন:
ব্রাহ্মণকে ভোজন করানো শুভ এবং পূর্বপুরুষদের তুষ্টি আনে।
৩. দান করুন:
গরিব, অসহায় মানুষদের খাদ্য, বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী দান করলে পূণ্য সঞ্চয় হয়।
৪. প্রাণীদের খাদ্য দিন:
বিশেষ করে গরু ও কুকুরকে প্রতিদিন খাবার খাওয়ানো অত্যন্ত ফলপ্রদ।
৫. গুরুজনদের সম্মান করুন:
তাঁদের আশীর্বাদ প্রাপ্তিই এই সময়ের সর্বশ্রেষ্ঠ ফল।
আরও পড়ুন: Lucky Zodiacs: এক দিনে চার শুভ তিথি! মা লক্ষ্মীর কৃপা, পিতৃ আশীর্বাদ ও কর্মক্ষেত্রে উন্নতির যোগ…
শাস্ত্র অনুসারে, (Religious Culture)
আশ্বিন কৃষ্ণা প্রতিপদ তিথি থেকে শুরু হয় পিতৃপক্ষ। এই বছর পিতৃপক্ষ শুরু হয়ে গেছে ৮ সেপ্টেম্বর সোমবার থেকে। চলবে ২১ শে সেপ্টেম্বর পর্যন্ত। শাস্ত্র অনুসারে পিতৃপক্ষে মর্ত্যলোকে নেমে আসেন প্রয়াত পূর্বপুরুষরা। উত্তরসূরীদের হাত থেকে জল পেয়ে তৃপ্ত হয়ে তাঁরা ফিরে যান। পূর্বপুরুষদের নামে এই সময় তর্পণ শ্রাদ্ধ করার রীতি প্রচলিত আছে।