ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রিয়ে দেওয়া হল তৃণমূল (TMC) পরিচালিত খানাকুল ১নং পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষকে (Officials Of Panchayat Samiti)। তাঁদের অপসারনের খবরে উচ্ছাসে মেতেছে (Excited) তৃণমূলেরই একাংশ। তৃণমূলের গোষ্ঠদ্বন্দ্বকে কটাক্ষ করছে বিজেপি (Removal Of Panchayat Samiti Officials)।
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের অপসারণ (Removal Of Panchayat Samiti Officials)
বৃহস্পতিবার সরিয়ে দেওয়া হল তৃণমূল পরিচালিত খানাকুল ১ নং পঞ্চায়েত সমিতির (Khanakul No. 1 Panchayat Samiti) পূর্ত, জনস্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষদের। তাদের বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা নিয়ে এসেছিলেন খানাকুল ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি (Shampa Maiti)। বৃহস্পতিবার আরামবাগের মহকুমা শাসকের দপ্তরে (Office Of The Sub-Divisional Ruler) প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে কর্মাধ্যক্ষদের পদ থেকে অপসারন করা হয় (Removal Of Panchayat Samiti Officials)।
সবুজ আবীর মেখে উল্লাস (Removal Of Panchayat Samiti Officials)
অভিযুক্ত প্রাক্তন কর্মাধ্যক্ষদের কেউই এদিনের বৈঠকে যোগ দিতে আসেননি। তবে তাদের অপসারনের খবর পেয়েই এদিন খানাকুল ১ ব্লক তৃনমুল এর নেতারা আরামবাগ মহকুমা শাসকের অফিসের বাইরে জড়ো হয়েছিল। অপসারনের খবর পেয়েই এদিন খানাকুল ১ নং ব্লক তৃণমূলের নেতারা (Khanakul No. 1 block Trinamool Leaders) সবুজ আবীর উড়িয়ে উল্লাসে মেতে উঠেছিলেন। তৃণমূলের ব্লক সভাপতিদের সাফাই, দুর্নীতিগ্রস্থদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে দল (Removal Of Panchayat Samiti Officials)।
আরও পড়ুন: Train Service Halted in Dhupguri: উল্টে গেল পিকআপ ভ্যান, আধঘণ্টা দাঁড়িয়ে রাজধানী এক্সপ্রেস
পঞ্চায়েত সমিতির দখল নিয়ে গোষ্ঠীকোন্দল
বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই (The Panchayat Elections) খানাকুল ১ নং পঞ্চায়েত সমিতির দখল নিয়ে খানাকুল ১ নং ব্লক তৃণমূলের অন্দরে চরম গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে। খানাকুলের দাপুটে তৃনমুল নেতা তথা সদ্যপ্রাক্তন খানাকুল ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমূল হক (Naimul Haque) ওরফে রাঙা গোষ্ঠীর বিরুদ্ধে যেতে শুরু করে একদা তারই অনুগামী তথা বর্তমান খানাকুল ১ ও ২ নং ব্লক তৃনমুল সভাপতি দীপেন মাইতি (Deepen Maiti) ও রমেন প্রামানিকরা (Ramen Pramanik)। তাদের সাথে যোগ দেন খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতিও (Shampa Maiti)।

আরও পড়ুন: Hooghly Fake Passport: চন্দননগরে জাল পাসপোর্টের রমরমা, গ্রেফতার ৩
ভোটাভুটির দিন ধুন্ধুমার পরিস্থিতি (Chaotic Situation On Polling Day)
এই পরিস্থিতিতে খানাকুল ১ পঞ্চায়েত সমিতির একটা বড় অংশের সদস্যরা পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি ভাঙার ডাক দেন। যা ভোটাভুটির পর্যায় পৌঁছায়। ভোটাভুটির দিন খানাকুল ১ পঞ্চায়েত সমিতির অফিস চত্বরেই তৃনমুল এর দুই পক্ষ নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। মাথা ফাটে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির। দুই পক্ষের বেশকয়েকজন জখমও হন। পরিস্থিতি সামাল দিতে খানাকুল থেকে এইপ্রক্রিয়া আরামবাগ মহকুমা শাসকের অফিসে স্থানান্তরিত করতে বাধ্য হন সরকারি আধিকারিকরা। এরপর থেকেই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ দখল নিয়ে তৃনমুল এর দুই গোষ্ঠীর মধ্যে দড়ি টানাটানি চলছিল।
এগিয়ে দীপেন মাইতির গোষ্ঠী (Deepen Maiti’s Group Ahead)
খানাকুল ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে এখন দীপেন মাইতির গোষ্ঠী বেশ কিছুটা এগিয়ে গেল বলা যেতে পারে (Deepen Maiti’s Group Ahead)। যদিও নতুন করে কর্মাধ্যক্ষ নির্বাচনের সময় আরও একবার পদের দখল নিয়ে নাইমুল হকের (Naimul Haque) গোষ্ঠীর সঙ্গে দীপেন গোষ্ঠীর চুড়ান্ত অশান্তি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।কিন্তু দুর্নীতিগ্রস্থরা তাহলে দলের টিকিট কিভাবে পেয়েছিল ? কর্মাধ্যক্ষই বা কি করে হয়েছিল? তা নিয়ে উঠছে প্রশ্ন। এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বলছে বিজেপি।