Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : দীর্ঘস্থায়ী অশান্তির আবহে মণিপুরে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতি বার দিল্লিতে কুকি-জো গোষ্ঠীর সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকার(Reopen National Highway 2)। এই চুক্তিতে স্পষ্টভাবে রাজ্যের ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখা এবং গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে-২ পুনরায় চালু করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো হয়েছে।
জাতীয় সড়ক-২ খুলে গেল (Reopen National Highway 2)
চুক্তি অনুযায়ী, কুকি-জো কাউন্সিল (KZC) প্রতিশ্রুতি দিয়েছে যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মহাসড়কে যাত্রী ও জরুরি সামগ্রীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করবে(Reopen National Highway 2)। এই পদক্ষেপকে শান্তি প্রতিষ্ঠার পথে বড়ো সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
সাসপেনশন অফ অপারেশনস (Reopen National Highway 2)
একইসঙ্গে, নতুন শর্তে SoO চুক্তি নবায়ন করা হয়েছে, যা আগামী এক বছর কার্যকর থাকবে(Reopen National Highway 2)। এই শর্তাবলীতে স্পষ্ট বলা হয়েছে, মণিপুরের সীমারেখা বজায় রাখা হবে। এছাড়া, যে সমস্ত শিবির সংঘাতপ্রবণ এলাকায় ছিল, সেগুলি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপলস ফ্রন্ট।
অস্ত্র ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার (Reopen National Highway 2)
চুক্তির অধীনে নির্দিষ্ট ক্যাম্পের সংখ্যা কমানো হবে এবং সমস্ত অস্ত্র স্থানান্তরিত করা হবে নিকটবর্তী সিআরপিএফ (Indian army) বা বিএসএফ ক্যাম্পে। একইসঙ্গে, প্রতিটি ক্যাডারের শারীরিক যাচাই করা হবে। বিদেশি নাগরিক পাওয়া গেলে তাঁদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে।

আরও পড়ুন : Chaos in West Bengal Assembly : অসুস্থ শঙ্কর ঘোষ, উত্তেজনা বিধানসভায়! সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক
যৌথ মনিটরিং গ্রুপ (Reopen National Highway 2)
চুক্তি কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করতে একটি যৌথ মনিটরিং গ্রুপ গঠন করা হয়েছে। নিয়ম ভঙ্গ হলে SoO চুক্তি পুনর্বিবেচনা করা হবে।
সংঘর্ষের প্রেক্ষাপট (Reopen National Highway 2)
২০২৩ সালের মে মাসে মণিপুরে হিংসার সূত্রপাত হয়। পাহাড়ি এলাকার উপজাতি গোষ্ঠী মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনে নামে। সেই সময় থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২৬০ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুই সম্প্রদায়ের মানুষ ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। যদিও গত কয়েক মাসে পরিস্থিতি তুলনামূলক শান্ত।
আরও পড়ুন : UPSC Admit Card 2025 : ইউপিএসসি প্রকাশ করল এনডিএ ও সিডিএস ২ পরীক্ষার অ্যাডমিট কার্ড
রাজনৈতিক গুরুত্ব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মণিপুর সফরের আগে এই চুক্তিকে বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মণিপুরের অশান্ত পরিস্থিতি প্রশমিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে শান্তির বার্তা দেবে। বিশেষ করে জাতীয় সড়ক-২ খোলা হলে খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ স্বাভাবিক হবে।