ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার প্রজাতন্ত্র দিবস (Republic Day)। রেড রোডে কুচকাওয়াজের মহড়া তুঙ্গে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের। দিকে দিকে চলছে নজরদারি।
৭৬ তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে কলকাতার রেড রোডে সাজ সাজ রব। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। শুক্রবার সকালে কুচকাওয়াজের মহড়া সারলেন সেনাবাহিনীর জওয়ানরা। পঁচিশের প্রজাতন্ত্র দিবসে রেড রোডে থাকছে দুনিয়াকে বিস্ময়ে ফেলা চমক। প্রথমবারের জন্য রেড রোডের কুচকাওয়াজে হাঁটতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর ‘রোবট সারমেয়’। সেনাবাহিনীর ব্যবহার করা এই রোবট কুকুরের পোশাকি নাম হল ‘মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট’ সংক্ষেপে যাকে বলা হয় ‘রোবট মিউল’।
আরও পড়ুন: Netaji Subhash Birthday 2025: নেতাজির জন্মদিনে ছোটোবেলায় ফিরলেন প্রাক্তন ফুটবলার
প্রজাতন্ত্র দিবসের ‘রোবট মিউল’ (Republic Day)
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এগুলি। রিমোট কন্ট্রোলের মাধ্যেমে এগুলি নিয়ন্ত্রিত হয়। এরা আবার নিজের সিদ্ধান্তেও কাজ করতে পারে। ছুটতে সক্ষম এরা। মূলত, বোমা নিষ্ক্রিয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এই মিউলগুলি ব্যবহার করে ফৌজ। ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে কলকাতার বুকে হেঁটে বেড়াতে চলছে এই ‘রোবট সারমেয়’।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে গোটা শহরজুড়ে। সবদিক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। আগে থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানো হচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড এলাকায় থাকছে কুইক রেসপন্স টিম, মোটরসাইকেলে টহল দেবে পুলিশের বিশেষ বাহিনী। প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে রেড রোডে ভিভিআইপি মুভমেন্ট এবং প্রচুর জনসমাগম হবে, তাই ২৬ জানুয়ারি রেড রোড এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হবে।
আরও পড়ুন: Bally bridge is closed: ডানকুনি লাইনে ১০০ ঘণ্টা বন্ধ ট্রেন-বন্ধ বালি ব্রিজ, চরম ভোগান্তিতে যাত্রীরা
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রেড রোড এলাকাকে বেশ কয়েকটি জোন এবং সেক্টরে ভাগ করা হবে। যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্টেন্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা ওই দিন ভোর থেকেই রেড রোড এলাকায় ডিউটি করবেন। তাদের অধীনে সাব-ইন্সপেক্টর, ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশ সদস্যদেরও মোতায়েন থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড এলাকায় তৈরি করা হয়েছে স্যান্ড ব্যাঙ্ক বাঙ্কার, ওয়াচ টাওয়ার। এ ছাড়াও নদীতে টহল দেবে জলপুলিশ। তাছাড়াও প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তার কথা মাথায় রেখে বেশকিছু দিন আগে থেকেই শরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, প্রতিটি শপিংমল, প্রতিটি হোটেল, পার্ক সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজর রাখা হচ্ছে।