ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি করের আর্থিক দুর্নীতি (RG Kar Corruption) মামলায় বিচার প্রক্রিয়ার গতি কমানোর আবেদন জানিয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ, সুমন হাজরা সহ পাঁচ অভিযুক্ত। সিঙ্গেল বেঞ্চ তাঁদের আবেদনে গুরুত্ব না দেওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ তাঁরা। পুনর্বিবেচনার আবেদন করে সিঙ্গেল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে সুমন হাজরাদের নির্দেশ প্রধান বিচারপতির। আজ বিকালে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফের মামলার শুনানি।
আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Corruption) বিচারপ্রক্রিয়ার গতি কমানোর আর্জি জানিয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গত সাত দিনে এই নিয়ে দু’বার এই নিয়ে হাইকোর্টে আবেদন করলেন সন্দীপ ঘোষরা। বুধবার প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে আবেদন করেন সন্দীপ ঘোষ, সুমন হাজরা সহ এই মামলায় অন্যতম অভিযুক্ত হয়ে জেলবন্দি সুমন সিং, আশিস পান্ডে, আফসার আলি।
প্রধান বিচারপতির দ্বারস্থ সন্দীপ-সহ পাঁচ (RG Kar Corruption)
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদনে গুরুত্ব না দেওয়ায় তাঁরা দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হন। সেই শুনানিতে এই মামলার (RG Kar Corruption) আরেক অন্যতম অভিযুক্ত সুমন হাজরাকে পুনর্বিবেচনার আবেদনের পর সিঙ্গেল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করতে বলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আজ বিকেলে সেই আবেদন শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অত্যন্ত বিরক্ত হয়ে সন্দীপ ঘোষেদের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘একই বিষয় নিয়ে আপনারা আবারও আবেদন করলেন। সবদিক বিবেচনা করেই এই আদালত নির্দেশ দিয়েছিল। তা এখন আর পরিবর্তন করা সম্ভব নয়। আপনারা নিম্ন আদালতে গিয়ে আপনাদের বক্তব্য জানান। এবং বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করুন।’ এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ ঘোষেরা।
আরও পড়ুন: Howrah: স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা নিয়ে চম্পট স্ত্রীয়ের! প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন গৃহবধূ
উল্লেখ্য, গত ৩১শে জানুয়ারি চার্জ গঠনের সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ, সুমন হাজরারা। সেই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাত দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ নিম্ন আদালতে দিয়েছিলেন। আজকেই আলিপুর কোর্টে চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানি শুরু হওয়ার কথা। তার আগে আবারও বিচার প্রক্রিয়ার গতি কমানোর আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Corruption) অভিযুক্ত সন্দীপ ঘোষ, সুমন হাজরা সহ ৫ অভিযুক্ত। আজ বিকালে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে আবারও মামলার শুনানি হবে।