ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য যে আবেদন করেছিল তার গ্রহণযোগ্যতা বা এক্তিয়ার রাজ্যের আছে কিনা তার রায় আগামীকাল ঘোষণা হতে পারে বলেই হাইকোর্ট সূত্রে খবর। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতির মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়েই পরিষ্কার হয়ে যাবে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজা পাওয়া সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের গ্রহণযোগ্যতা বা এক্তিয়ার রাজ্য সরকারের আছে কিনা।
আরজি কর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস অভিযুক্ত সঞ্জয় রায়ের আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির আবেদন জানিয়ে মামলা করে রাজ্য। পরে সিবিআইও একই দাবিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলার শুরুতেই সিবিআই রাজ্যের আবেদনের বিরোধিতা করেন।
সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার, সিবিআই, দোষী নিজে যদি উচ্চ আদালতে না যায় তাহলে রাজ্য মামলায় কোনও পক্ষ না হওয়া সত্ত্বেও কীভাবে উচ্চ আদালতে ফাঁসির সাজার আবেদন করতে পারে! রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সিবিআইয়ের এই যুক্তির বিরোধিতা করলেও সরকারি আইনজীবী জানান, তারা এই মামলার বিষয়ে নির্যাতিতার পরিবারকে কিছুই জানাননি। এর পরেই বিচারপতি দেবাংশু বসাক রাজ্যের এই আবেদনের মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন।
পাশাপাশি নির্যাতিতার পরিবার গত ২৭ জানুয়ারির চূড়ান্ত শুনানিতে আদালতে পরিষ্কার জানিয়ে দেয় তারা এই মূহুর্তে সঞ্জয় রায়ের ফাঁসি চায় না। তাদের মেয়ের হত্যার ঘটনায় আরও অনেকে জড়িত বলেই অভিযোগ তাঁদের। সেই সমস্ত অভিযুক্তরা ধরা না পড়া পর্যন্ত তাঁরা সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চায় না। সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট সূত্রে খবর, আগামীকাল তথা ৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যের আবেদনের মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের হাইকোর্টে আবেদনে আদৌ গ্রহণযোগ্যতা বা এক্তিয়ার আছে কিনা সেটাই আগামীকাল জানাবে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতির মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।