ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডের ৬ মাস। আজ অভয়ার জন্মদিন (RG Kar Protest)। নিহত নির্যাতিতা তরুণীর জন্মদিনে সুবিচারের দাবিতে ফের পথে প্রতিবাদ মিছিল। রবিবার কলেজ স্কোয়ার থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মৌন মহা মিছিলের ডাক দেয় নির্যাতিতার পরিবার। যতদিন পর্যন্ত ন্যায় বিচার না মিলবে না ততদিন রাস্তায় থাকব। জানিয়েছে নিহত চিকিৎসক তরুীর পরিবার। মৃত তরুণীর ন্যায় বিচারের দাবিতে এদিন পথে নামে চিকিৎসক মহলও। দ্রুত বিচারের দাবিতে এদিন রাজপথে গলা মেলান চিকিৎসকরাও।

মেয়ের জন্মদিনে বিচার ছিনিয়ে আনার দাবি (RG Kar Protest):-
মেয়ের জন্মদিনে বিচার ছিনিয়ে আনার দাবি বাবা-মায়ের (RG Kar Protest)। একই দাবি তুলে এদিন সরব হয়েছে জেলা থেকে মহানগরের পথঘাট। রবিবার বিকেলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করে SFI, DYFI, AIDWA ও বস্তি সংগঠন। এদিন শিলিগুড়িতে একটি মিছিল করে ন্যায় বিচারের দাবি জানান তারা। সংগঠনের পক্ষ থেকে ডঃ সুবর্ণ গোস্বামী বলেন, ”আরজি.কর মেডিকেল কলেজে হাসপাতালে যেই চিকিৎসকের মৃত্যু হয়েছিল আজ তার জন্মদিন। তাই এদিন ফের একবার ন্যায় বিচারের দাবিতে সকলে সামিল হয়েছে।”

আরও পড়ুন: https://tribetv.in/rss-is-completing-100-years-this-year/

আরও পড়ুন: https://tribetv.in/narkeldanga-fire-one-person-lost-his-life-on-accident/
এছাড়াও অভয়ার জন্মদিনে আসানসোলের বার্ণপুর হাসপাতালের বাগানে বৃক্ষ রোপন করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার কৃষ্ণচুড়া এবং রাধাচুড়া দুটি বৃক্ষ রোপন করেন তিনি।

এই বৃক্ষ রোপনের মাধ্যমে আরজিকর কাণ্ডের বিচারের দাবি তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, ‘আরজি কর কাণ্ডে (RG Kar Protest) একা সঞ্জয় রায় দোষী নয়। এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে। তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’