ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডের আজ ১৬২ দিন (RG Kar Punishment)। ঘটনার পর কেটে গিয়েছে ৫ মাসেরও বেশি সময়। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। সোমবার দুপুরে আরজি কর কাণ্ডে সাজা শোনাবেন বিচারক অনির্বাণ দাস। তার আগে নির্যাতিতার পরিবার দাবি করেন অন্তত ৫০ জন জড়িত তাঁদের মেয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডে। তাঁরা জানান, সোমবার শাস্তি ঘোষণা আদতে তাঁদের আইনি লড়াইয়ের প্রথম ধাপ। নির্যাতিতার বাবা-মা বলেন, ”তার পরেও দাঁতে দাঁত চেপে আমরা আইনি লড়াই চালিয়ে যাবে। আজ সঞ্জয়ের কঠোরতম শাস্তির দাবি করছি (RG Kar Punishment)।”
সোমবার শিয়ালদহ আদালতে দোষী সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায় লিপিবদ্ধ হওয়ার আগে বিচারক অনির্বাণ দাসের মুখোমুখি হন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (RG Kar Punishment)। এজলাসে সঞ্জয় রায় দাবি করেন, ”আমাকে ফাঁসানো হয়েছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, আমি যদি করতাম আমার মালা ছিঁড়ে যেত। আপনি সব শুনেছেন, যেমন যার ইচ্ছা হচ্ছে তাই করছে। যেখানে ইচ্ছা হয়েছে সেখানে সই করানো হয়েছে (RG Kar Punishment)।”
আরও পড়ুন:https://tribetv.in/sanjay-roy-sentence-was-announced-today-in-rg-kar-murder-case/
সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পর বিচারক বলেন, ”আপনাকে আগে বলেছিলাম চার্জ আনা হয়েছে, সর্বোচ্চ শাস্তি হতে পারে। আপনার শাস্তির বিষয়ে কি বলার আছে?” বিচারক, ”আপনাকে শোনার জন্য গোটা দিন দিয়েছি। ৩ ঘন্টা শুনেছি, আপনার থেকে ভালো কেউ জানে না কি হয়েছে। আপনার বাড়ির লোক আপনার সঙ্গে মামলা চলাকালীন যোগাযোগ করেন?” সঞ্জয়ের পরিবার সম্পর্কেও প্রশ্ন করেন বিচারক (RG Kar Punishment)।
অন্যদিকে আরজি কর কাণ্ডে (RG Kar Punishment) এটা বিরলতম ঘটনা, দাবি সিবিআইয়ের আইনজীবীর। ‘সমাজে এই ঘটনার প্রভাব পড়েছে’। আদালতে সর্বোচ্চ শাস্তির দাবি জানান সিবিআইয়ের আইনজীবী। যদিও সঞ্জয়ের আইনজীবীর তরফে মৃত্যুদণ্ডের বিরোধিতা করা হয়। ‘সমাজ থেকে কাউকে বাদ দিয়ে দেওয়াটা সমাধান নয়, তীব্র বিরোধীতা করছি মৃত্যুদণ্ডের।’ সঞ্জয়ের আইনজীবী বলেন, ”মামলার এখনও তদন্ত বাকি রয়েছে। মৃত্যুদণ্ড ছাড়া যে শাস্তি আছে সেই শাস্তি দেওয়া হোক।”
আরও পড়ুন:https://tribetv.in/humayun-kabir-controversy-over-bharat-sevashram-issues/
আরও পড়ুন:https://tribetv.in/woman-killed-by-husband-in-hooghly/
আরজি কর কাণ্ডের রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ (RG Kar Punishment)। সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের আইনজীবীর। একমাত্র মেয়ের হত্যাকাণ্ডের বিচার চেয়ে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা (RG Kar Punishment)।