ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর মেডিক্যাল কলেজের সাসপেন্ড হওয়া ৫১ জন জুনিয়র চিকিৎসক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই ৫১ জন জুনিয়র চিকিৎসক ও হাউস স্টাফকে সাসপেন্ড করেছিল আরজি কর হাসপাতালের কলেজ কাউন্সিল। তার বিরুদ্ধে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাসপেন্ডেড চিকিৎসকরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথি সেন। আগামী ১৮ অক্টোবর মামলার শুনানি।
চিকিৎসক তরুণী হত্যাকাণ্ডের পর রাজ্যের মেডিক্যাল কলেজগুলোতে যে বিষয়টি সবথেকে বেশি আলোচিত হয়েছে, তা হল ‘থ্রেট কালচারের’ অভিযোগ। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে ‘থ্রেট কালচারের’ অভিযোগ ওঠে। তদন্তে কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি আরজি করের ৫১ জনকে সাসপেন্ড করে।
আরও পড়ুন: https://tribetv.in/actress-tanni-laharai-and-rajdeep-are-rumored-to-be-dating-in-tollywood/
প্রসঙ্গত, বুধবার সকাল থেকে তিন দফায় তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন প্রায় ১৫ থেকে ২০ জন জুনিয়র চিকিৎসক। তাঁরা প্রত্যেকেই সাসপেন্ডেড কিংবা বহিষ্কৃত। পুজো মিটলেই তাঁরা পাল্টা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন বলেও জানা গিয়েছে।