ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এসে গেল বড় খবর। ভাগ্য খুলে গেল রিঙ্কু সিং-এর (Rinku Singh)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এর জন্য কলকাতা নাইট রাইডার্স (KKR) নিজেদের রিটেনশন লিস্ট জানিয়েছে। আর এর পরেই খুশির হাওয়া রিঙ্কু সিং (Rinku Singh) এর পরিব্বারে।
কী জানালো কেকেআর? (Rinku Singh)
তাকে রিটেনশন লিস্টে রাখার পরে অবশেষে রিংকু সিং (Rinku Singh) মুখ খুলেছেন। তিনবারের চ্যাম্পিয়নরা নিলামের আগে তাদের রিটেনশন লিস্ট প্রকাশ করেছে। সেখানে তারা বাঁ-হাতি ব্যাটারকে ধরে রাখার কথা জানিয়েছে। পাশাপাশি বরুণ চক্রবর্তী (১২ কোটি টাকা), সুনীল নারিন (১২ কোটি টাকা), আন্দ্রে রাসেল (১২ কোটি টাকা) এবং রমনদীপ সিং (৪ কোটি টাকা)-কে রিটেনশন লিস্টে রেখেছে। রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকায় ধরে রাখা হবে বলে জানিয়েছে কেকেআর।
আইপিএল রিটেনশন ২০২৫ আপডেট (Rinku Singh)
রিংকু ২০১৮ সালে নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকে তাদের সঙ্গেই আছেন। রিটেনশন লিস্টে নাম থাকার পরে, রিঙ্কু একটি বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তাঁর ভবিষ্যৎ সমপর্কে তিনি অত্যন্ত উত্তেজিত ছিলেন।
আরও পড়ুন: IPL 2025: চ্যাম্পিয়ন অধিনায়ককে বিদায় KKR-এর, ধরে রাখল কাদের!
কী লিখেছেন তিনি
ইনস্টাগ্রামে একটি পোস্টে রিংকু লিখেছেন, “হামারী প্রেম কাহানি তো অভি বাস শুরু হুই হ্যায়। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্তো। (আমাদের প্রেমের গল্প সবে শুরু হয়েছে। সিনেমা এখনও বাকি বন্ধুরা)”।
রিঙ্কুর স্ট্যাট (Rinku Singh)
৪৬টি আইপিএল ম্যাচে, রিংকু তার ক্ষমতা অনুজায়ি পার্ফর্ম করার চেষ্টা করেছেন। চারটি হাফ সেঞ্চুরি সহ ৩০.৭৯ গড়ে ব্যাট করেছেন তিনি। ১৪৩.৩৩ স্ট্রাইক-রেটে ৮৯৩ রান করেছেন রিঙ্কু। প্রথম তিনটি মরসুমে, রিংকু মাত্র কয়েকটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু ২০২২ সাল থেকে তিনি প্রভাব ফেলতে শুরু করেছিলেন।
গেম চেঞ্জার
আইপিএল-এর ২০২৩ সংস্করণটি তার ক্যেরিয়ারে জন্য গেম-চেঞ্জার হিসাবে পরিণত হয়েছিল। ১৪ ম্যাচে রিংকু ৫৯.২৫ গড়ে ৪৭৪ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.৫২ এবং তাঁর নামের পাশে ছিল চারটি হাফ সেঞ্চুরি।
আরও পড়ুন: Pep praise Amorim: পেপ-এর মুখে হবু প্রতিদ্বন্দ্বীর প্রশংসা!
মনে রাখার মতো খেলা
সেই মরসুমে, তিনি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে যশ দয়ালকে পরপর পাঁচটি ছক্কা মেরে দলকে পরাজয়ের মুখ থেকে উদ্ধার করে আনেন।
জাতীয় দলে রিঙ্কু (Rinku Singh)
তারপরে, রিংকু (Rinku Singh) আয়ারল্যান্ড সফরে ডেবিউ করেন জাতীয় দলে। যদিও তিনি এই বছরের শুরুতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পাননি। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলার সময়ও রিংকু অত্যন্ত কার্যকরী প্রমানিত হয়েছেন।