ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগেই শোনা গিয়েছিল। চুপি চুপি প্রেম করছেন টলিউড সুন্দরী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। প্রেমিকের বাহু ডোরে ধরা দিয়েছিলেন। মুখে ছিল লাজুক হাসি। এবার সেই প্রেমেই সিলমোহর পড়ল। শাহরুখ (Shah Rukh Khan) ঘনিষ্ঠ বলিউডি প্রেমিকের সঙ্গে আলাপ করালেন টলিউডের বন্ধুদের। বড়দিন উপলক্ষে চলল, জমজমাট পার্টি। সেখানেই এক ফ্রেমে দেখা গেল এই নতুন জুটিকে।
প্রেমের জোয়ারে বাঁধ ভেঙেছে (Ritabhari Chakraborty)
প্রেমিক শাহরুখ ঘনিষ্ঠ। সম্প্রতি ঋতাভরীর (Ritabhari Chakraborty) বাড়িতে বসেছিল টলি তারকার আসর। সেখানেই মধ্যমণি ছিলেন সুমিত অরোরা (Sumit Arora)। বহুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, প্রেমের জোয়ারে বাঁধ ভেঙেছে। সেই গুঞ্জন কি তবে সত্যি হল? জওয়ান ছবির সংলাপ লেখকের সঙ্গে প্রেমের সিলমোহরটা বড়দিনে দিলেন অভিনেত্রী। এমনটাই বলছেন অনেকেই। তাঁর কলকাতার বাড়িতে ক্রিসমাস পার্টিতে টলিপাড়ার (Tollywood ) তারকাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন সুমিত। তিনি যে ঋতাভরীর মনের মানুষ, তা আগেই ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। অভিনেত্রীর অনুরাগীদের মতে, এবার প্রমাণ হয়ে গেল, সুমিত আর ঋতাভরী ঠিক কতটা কাছের।
অভিনেত্রী প্রেমে পড়েছেন (Ritabhari Chakraborty)
প্রসঙ্গত, কিছুদিন আগেই বহুরূপী সিনেমার একটি প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতাভরী (Ritabhari Chakraborty)। তখনই জানিয়েছিলেন, অভিনেত্রী প্রেমে পড়েছেন। তারপর দিওয়ালি উৎসবে সুমিতের সঙ্গে তাঁকে একই ছবিতে দেখা গিয়েছে। তারপর আর কোনও রাখঢাক নয়। ঋতাভরীর পার্টিতে মধ্যমণি হলেন সুমিত। এছাড়া উপস্থিত ছিলেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। ঋতুপর্ণা সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়, আবির চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় , সোহম মজুমদার থেকে শুরু করে আরও অনেকে। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Raha Kapoor: আলিয়ার মেয়ে রাহার উদার মন, ক্যামেরা দেখে ছুঁড়ে দিল ফ্লাইং কিস!

স্পেশাল ভাবে বড়দিন উদযাপন
এছাড়াও এই বিশেষ দিন উপলক্ষে, অভিনেত্রী গিয়েছিলেন বিশেষ সক্ষম শিশুদের কাছে। তাদের স্কুলে গিয়ে তিনি বড়দিন উদযাপন করলেন। সেখানেও ঋতাভরীর সঙ্গী ছিলেন সুমিত। এছাড়াও সাথে ছিলেন অভিনেত্রীর মা। ঋতাভরীর চর্চিত প্রেমিক কিন্তু একেবারেই সাধারণ কেউ নন। বলিউডের জনপ্রিয় সংলাপ লেখক। ইতিমধ্যেই দুটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। সেই ছবি শেয়ার করে একবার ঋতাভরী সুমিতকে সম্বোধন করেছিলেন, ‘ আমার স্টার’ বলে। এবার বিষয়টা স্পষ্ট হয়ে গেল। সুমিত রিয়েল লাইফেও ঋতাভরীর জীবনে সবথেকে বড় স্টার।
আরও পড়ুন: Dev Birthday: অভিনেতা নয়! জন্মদিনে নতুন ভূমিকায় দেব, এভাবে আগে দেখেননি
বিশৃঙ্খল বিশ্বে ঋতাভরীর প্রিয় মানুষ সুমিত
সুমিতের সঙ্গে এর আগেও ঋতাভরী ছবি পোস্ট করেছিলেন। লিখেছিলেন “এই বিশৃঙ্খল বিশ্বে তুমি আমার শান্তি, আমার বাড়ি, আমার প্রিয় বন্ধু এবং আমার প্রিয় মানুষ”। তখনই নেটিজেনরা প্রশ্ন তুলেছিলেন, ইনিই কি তবে ঋতাভরীর মনের মানুষ? সেই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনেকেই। অনুরাগীরা তখনই বলেছিলেন, অভিনেত্রী এভাবেই তাঁর প্রেমের সিলমোহর দিয়েছেন। তিনি প্রেমে আছেন, নাকি প্রেমে নেই, সেই জটিল প্রশ্নের উত্তর এবার মিলল বড়দিনে।