ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার জনপ্রিয় মুখ ঋত্বিকা সেন (Rittika Sen)। তাঁকে নাকি দেখা যেতে পারে রাজনীতির মঞ্চে! এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়েছেন। সেই তালিকায় কি নতুন সংযোজন হবে ঋত্বিকার নাম? সত্যি কী রাজনীতিতে আসছেন ঋত্বিকা? নাকি সবটাই গুঞ্জন? বর্তমানে কী করছেন অভিনেত্রী?
রাজনীতিতে যোগ! (Rittika Sen)
চলতি বছরে গুঞ্জন শোনা গিয়েছিল, ঋত্বিকা (Rittika Sen) নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন। অনেকেই বলাবলি করছেন, অভিনেত্রী ২০২৬ এ বিধানসভা নির্বাচনে শাসক দলের হয়ে লড়বেন। এর আগেও বিনোদন দুনিয়ার মানুষ রাজনীতিতে এসেছেন। তার মধ্যে অনেকে সফলও হয়েছেন। আসলে অনেকদিন ছোট ও বড় পর্দায় তেমন ভাবে অভিনেত্রী ঋত্বিকা সেনকে (Rittika Sen) দেখা যায়নি। মাঝে দক্ষিণী সিনেমায় কাজ করেছেন তিনি। সে কারণেই হয়ত অনেকেই মনে করছে, তিনি রাজনীতির জগতে যোগ দিতে চলেছেন।
জনপ্রিয় মুখ (Rittika Sen)
অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতির মঞ্চে এসেছেন, এমনকি সফলও হয়েছেন। সেই তালিকায় রয়েছেন দেব (Dev), রচনা ব্যানার্জি (Rachna Banerjee), রাজ চক্রবর্তী (Raj Chakrabarty), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), নুসরত জাহান (Nusrat Jahan), কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) সহ আরও অনেকেই। তবে নুসরত ও মিমি চক্রবর্তী প্রাক্তন সাংসদ। দেব ও রচনা এখনও পদে রয়েছেন। অনেকের ধারণা এইবার সেই পদে নাম লেখাতে চলেছেন ঋত্বিকা সেন (Rittika Sen)।
আরও পড়ুন: TMCs 21 July: ‘ঘর ওয়াপসি’র পর যেন স্বর্গে ফিরলাম: তৃণমূলে ফিরে বললেন রূপাঞ্জনা মিত্র
ধারণার কারণ
অভিনেত্রী ঋত্বিকা সেনের (Rittika Sen) মতে, মুখ্যমন্ত্রী যখনই ডেকেছেন তখনই তিনি সাড়া দিয়েছেন। এমনকি দলের প্রচারে তিনি যোগ দিয়েছেন বারে বারে। আর সেখান থেকেই হয়ত এমন একটি ধারণা সকলের মনে এসেছে। যদিও আগে অভিনেত্রীর কাছ থেকে শোনা গিয়েছিল, তিনি রাজনীতিতে অংশগ্রহণ করছেন না। তাহলে ২১ জুলাইয়ের মঞ্চে অভিনেত্রীর হাতে দায়িত্বভার তুলে দেওয়ার কথা কী শুধু গুজব? অভিনেত্রী কথায়, গুঞ্জন তিনি ছড়াননি। তিনি কি করে জানবেন, কেন এরকম গুঞ্জন উঠছে? তাঁর মতে, তিনি আগে যা বলেছেন এখনও তাই বলবেন। তিনি রাজনীতিতে আসছেন না। রাজনীতি তিনি বোঝেন না। আর রাজনীতিতে যোগ দেওয়ার মতো বয়সও তাঁর হয়নি। তবে পরে সুযোগ এলে অবশ্যই ভেবে দেখবেন।
আরও পড়ুন: Shakib Khan: বিবাহ বহির্ভূত সম্পর্কে শাকিব? তৃতীয় বিয়ের গুঞ্জনের মাঝে প্রকাশ্যে সত্যি!
ব্যস্ত রয়েছেন নিজের কাজে
বর্তমানে অভিনেত্রী ঋত্বিকা বিজ্ঞাপন শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তাছাড়া আতিকুল ইসলাম পরিচালনায় বড় পর্দায় জুটি বেঁধেছেন ঋত্বিকা সেন ও মীর। ছবির নাম মহরৎ। ছবিতে অভিনেতা মীর ‘ঈশান’ চরিত্রে, অন্যদিকে ঋত্বিকা সেন ‘মোহর’ চরিত্রে অভিনয় করছেন। ছবিতে ‘মোহর’ চরিত্র খুব সাহসী। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টারের চরিত্র। তাছাড়াও অভিনয় থাকছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস ও দেবরাজ ভট্টাচার্য।