ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) দর্শক এবার পুরোপুরি অন্য রূপে দেখতে চলেছেন। ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) দেখা যাবে রেডিও উপস্থাপক হিসাবে। অভিনেত্রীকে এমন লুকে আগে কখনও দেখা যায়নি। আসছে অনিলাভ চট্টোপাধ্যায়ের চিত্রনাট্য। যেখানে অভিনেত্রী নিজেকে অন্য রূপে মেলে ধরতে চলেছেন। কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী? কোন সময়কার গল্প তুলে ধরা হবে ছবিতে? কারা কারা থাকছেন অভিনয়ে?
প্রকাশ্যে প্রথম লুক (Rituparna Sengupta)
ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) রেডিও উপস্থাপক হিসেবে ধরা দেবেন ঠিকই, তবে কার জীবনী চিত্র নিয়ে তৈরি হচ্ছে এই চিত্রনাট্য? আকাশবাণী কর্মী ও লেখিকা বেলা দে (Bela Dey)। যাঁর জীবনী অবলম্বনে তৈরি ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) প্রথম লুক প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর প্রথম লুক বেশ নজরকাড়া। পরনে একেবারে সাদামাটা সুতি শাড়ি পরা, কপালে ছোট্ট টিপ আর লম্বা বেনুনি। সাথে কানে একটা বড় হেডফোন। সম্ভবত এই লুক রেডিও উপস্থাপকদের মতো।
স্রোতের বিপরীতে (Rituparna Sengupta)
এবার আসা যাক, রেডিও উপস্থাপক ও লেখিকা বেলা দে (Bela Dey) জীবনী কেন বাছলেন পরিচালক অনিলাভ? আসলে বর্তমান প্রজন্মের কাছে পেশা নির্বাচন নিজের ইচ্ছামত করা যায়। কিন্তু কয়েক দশক আগে মানুষের কাছে এই স্বাধীন নির্বাচন ছিল মূল্যহীন। অর্থাৎ স্বাধীনতার পরের সময় নারীরা নিজেদের অধিকার নিয়ে বা নিজেদের ভাবনাকে নিয়ে বলবেন, এমন কথা ধারনারও বাইরে ছিল। সেখানে বেলা দে ছিলেন স্রোতের বিপরীতে। সেই সময় দাঁড়িয়ে তিনি এমন একটি পেশা বেছে নিয়েছিলেন। তবে একাধারে তিনি লেখিকাও। তিনি রান্নার বই ‘রান্নার জিনিয়াস’ লেখার জন্য সুপরিচিত হয়ে আছেন।
আরও পড়ুন: Somraj Maity: ছোট পর্দায় সোমরাজের কামব্যাক! বিপরীতে নায়িকা কে?
জীবনের উত্থানের কাহিনী
পর্দায় অন্যরকম গল্প বলার জন্য পরিচালক বেছে নেন বেলা দে’র (Bela Dey) জীবনী। পরিচালকের কথায়, এই চিত্রনাট্য অনেকদিন ধরেই তৈরি ছিল । আসলে এক দাদা, যার নাম প্রকাশ করতে তিনি চাননি,.সেই দাদাই সারাক্ষন উৎসাহ দিয়ে গিয়েছেন পরিচালককে বেলা দে’র জীবনী তুলে ধরার জন্য। পর্দায় দর্শক দেখতে পাবে দেশভাগের সময় বেলা দে’র (Bela Dey) উত্থানের কাহিনী।
আরও পড়ুন: Salman Khan: হুমকিতে মুম্বাই ছাড়ছেন সলমন? তড়িঘড়ি বাড়ি বিক্রির সিদ্ধান্ত!
চরিত্রকে ফুটিয়ে তোলা
বেলা দে’র কাহিনী তুলে ধরার জন্য পরিচালক ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) বেছে নেন। কারণ তাঁর মনে হয়, ঋতুপর্ণা ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম শক্তিশালী অভিনেত্রী। আর বেলা দে’র চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলতে ঋতুপর্ণাই পারবেন। চলতি বছরে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়। তবে শোনা গিয়েছে এই গল্পের অনেকটা অংশ জুড়ে রয়েছে রান্না। বেলা দে’র চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত দেখার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভীষণ খুশি। যেখানে এক সাদামাটা মধ্যবিত্ত পরিবারের মহিলা সাজে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) দেখা যাবে। তবে এই ছবিতে আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। যেমন ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, ভদ্রা বসু সহ অনেকে। সম্ভবত এই ছবি মুক্তি পাবে ২৯ শে আগস্ট।