ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের (Bangladesh) শাকিব খানের (Shakib Khan) সঙ্গে এবার টলিউডের রিয়া গাঙ্গুলী (Riya Ganguly)। বরবাদ (Borbaad) ছবিতে তাকে দেখতে পাবেন ইধিকার (Idhika Paul) দিদির মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। নতুন বছরে রিয়া গাঙ্গুলির জন্য এটা একটা বড় পাওনা। ধারাবাহিকের পাশাপাশি এবার তিনি কাজ করবেন, বড় পর্দায়। কলকাতা আর মুম্বাইতে কিছুটা শুটিং হয়েছে। আর বাকি অংশের শুটিংয়ের জন্য শীঘ্রই বাংলাদেশ যাবেন এই টলি সুন্দরী।
ইধিকার দিদির চরিত্রে রিয়া (Riya Ganguly)
গুঞ্জন শোনা যাচ্ছে, বরবাদ ছবির নায়িকা ইধিকা পালের দিদির চরিত্রে থাকছেন রিয়া (Riya Ganguly)। ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকার চরিত্রে বারংবার রিয়াকে দেখা গিয়েছে। তবে বরবাদেও কি তিনি নেগেটিভ রোলে থাকবেন? তা এখনও স্পষ্ট নয়। পুরোটাই তিনি রেখেছেন সিক্রেট হিসেবে। তাকে কিভাবে পর্দায় দেখা যাবে, তা তিনি পর্দার জন্যই তুলে রেখেছেন। এখন এই বিষয়ে কিছু বলতে চাইছেন না। তবে এটা স্পষ্ট। যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই তাকে দেখা যাবে। এখন তিনি মন দিয়েছেন, বাংলাদেশের ছবিতে।
বাংলাদেশ যাওয়ার অপেক্ষা (Riya Ganguly)
শোনা যাচ্ছে, ভিসা সমস্যা মিটলেই তিনি বাংলাদেশে যাবেন। এখন ইধিকার সঙ্গে শুটিং চলছে। ওদিকে টলি পাড়ার ফিসফাস বলছে, রিয়াকে (Riya Ganguly) এখানে এই ছবিতে দেখা যাবে, একেবারেই নো মেকাপ লুকে। সত্যিকারের চুলে থাকবে লম্বা বিনুনি। চোখের তলায় ডিপ্রেশনের কালি। রিয়া আশা করেন, ২০২৫ তাঁকে হতাশ করবে না।
আরও পড়ুন: Arun Roy: “অরুণ দার সাথে অন্যায় হল, এটা আমার ব্যক্তিগত ক্ষতি”, জানালেন অর্ণ মুখোপাধ্যায়
কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান
২০২৪ অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল। লাইভে এসে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের কথা বলেছিলেন। অনুরাগীদের সঙ্গে তাঁর দুঃখ ভাগ করে নিয়েছিলেন। ২০২৫ সালে তিনি কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। কাজ এবং পরিবার অর্থাৎ বাবা-মা এবং দুই সন্তানকে নিয়ে তিনি ভালো থাকতে চান।
ছোট পর্দায় নিয়মিত কাজ
কখনও ‘মিঠিঝোরা’ , তো আবার কখনও ‘অমর সঙ্গী’ ধারাবাহিক। ছোট পর্দায় রিয়া গাঙ্গুলীকে নিয়মিত দেখা যায়। তবে এবার ছোট পর্দার পাশাপাশি তিনি এখন একটু মন দিচ্ছেন বাংলাদেশের ছবিতে। যদি তিনি সত্যিই ইধিকার দিদি হন, তাহলে তার চরিত্র কেমন হবে কিংবা তার সাজই বা কেমন হবে, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি।
আরও পড়ুন: Arun Roy: কাজের সঙ্গে সমঝোতা করতেন না, জীবনযুদ্ধে হার মানলেন বাঘা যতীনের পরিচালক
মনের দরজা আপাতত বন্ধ
বেশিদিন হয়নি। এই তো মাস দুয়েক আগের কথা। লাইভে এসে তাকে কাঁদতে দেখা গিয়েছিল। আপাতত তিনি বাস্তব মেনে নিয়েছেন। আইনি সেটেলমেন্টের জন্য অপেক্ষা করছেন। চাইছেন ২০২৫ এ আইনি সেটেলমেন্ট হয়ে যাক। অর্থাৎ বিবাহ বিচ্ছেদে তিনি আইনি ভাবে পোক্ত সিলমোহর দিতে চাইছেন। নিজের জীবনটা গুছিয়ে নিতে চাইছেন তার দুই সন্তানকে নিয়ে। মনের দরজা আপাতত বন্ধ রেখেছেন। ব্যক্তিগত জীবনে নতুন সঙ্গীর কথা একেবারেই ভাবছেন না। রিয়া একজন মা। তার কাঁধে এখন অনেক দায়িত্ব। দুই সন্তান স্কুলে ভর্তি হয়েছে। তাদেরকে একটা নিশ্চিত সুষ্ঠু ভবিষ্যৎ দিতে তিনি উদগ্রীব। ফেলে আসা বছর অর্থাৎ ২০২৪এ তিনি যেমন দাম্পত্যে ব্যথা পেয়েছেন। তেমনি এই বছর শাকিব খানের সঙ্গে পর্দা ভাগের সুযোগ পেয়েছেন।