Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনা, সোমবার সকালে ডিউটি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পুলিশ অফিসারের (Road Accident)।
কাশ্মীরে পথ দুর্ঘটনা (Road Accident)
অমরনাথ থেকে ডিউটি শেষ করে ফিরছিলেন তাঁরা, সেই ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মী। মৃতদের নাম সচিন বর্মা ও শুভম। আহতের নাম মস্তান সিং।
সচিন বর্মা ইন্ডিয়া রিজার্ভ পুলিশের ২৩ নম্বর ব্যাটালিয়নে ছিলেন। শ্রীনগরের পাঠানচকে পোস্টিং ছিলেন। আইআরপির ২১ নম্বর ব্যাটালিয়নে পোস্টিং ছিলেন শুভম। পুলওয়ামার অবন্তীপোরায় কর্তব্যরত ছিলেন তিনি। মস্তান সিং আইআরপির ২৩ নম্বর ব্যাটালিয়নে আছেন (Road Accident)।

আরও পড়ুন: Severed Leg Mystery: ডায়মন্ড হারবারে রাস্তার ধারে মিলল কাটা পা!
অমরনাথের ডিউটি সেরে গাড়িতে এ দিন শ্রীনগর থেকে জম্মু ফিরছিলেন পুলিশের তিন সাব-ইন্সপেক্টর। লসজানের তেঙ্গানে এই দুর্ঘটনা ঘটে।

সাথে সাথে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সচিন আর শুভমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Road Accident)। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। আহত পুলিশকর্মীর চিকিৎসা চলছে, তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।