ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওয়ানডে থেকে অবসর নেবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে (Rohit-Kohli Retirement)। আকাশ চোপড়া তাদের ওয়ানডে ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছেন।
অবসর নিলে অবাক হওয়ার কিছু থাকবে না, বললেন চোপড়া (Rohit-Kohli Retirement)
ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতে, যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ওডিআই থেকে অবসর (Rohit-Kohli Retirement) নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে সেটা খুব একটা অযৌক্তিক হবে না। তবে তিনি নিশ্চিত নন, আদৌ তাঁরা এই সিদ্ধান্ত নেবেন কি না। ৯ মার্চ দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। এর মধ্যেই জল্পনা তুঙ্গে, এই ম্যাচই কি কোহলি ও রোহিতের ওডিআই কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে?
টি-টোয়েন্টির পর এবার ওডিআই থেকেও বিদায়? (Rohit-Kohli Retirement)
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন কোহলি ও রোহিত (Rohit-Kohli Retirement)। এখন অনেকের ধারণা, তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওডিআই থেকেও সরে দাঁড়াতে পারেন, বিশেষ করে যদি ভারত এই ট্রফি জিততে পারে। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে বলেন, “এটা সম্পূর্ণ ওঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি খুব অবাক হব না যদি তাঁরা সরে যান।”
আরও পড়ুন: Mohammed Shami: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধার দাবি খারিজ রোহিত-গম্ভীরের, শামি মানলেন বাস্তব
তিনি আরও বলেন, “২০২৫ সালে কোহলির ব্যাটিং পারফরম্যান্স দুর্দান্ত হয়েছে। রোহিতের পারফরম্যান্স মোটামুটি ছিল। ফাইনালে যদি ও শতরান করে, তাহলে চিত্রটা বদলে যেতে পারে।”
শুধু টেস্ট খেলবেন কোহলি-রোহিত?
চোপড়া বলেন, “অনেকে আমায় জিজ্ঞাসা করেছে ওঁরা কি সত্যিই অবসর নেবেন? আমি বলেছি, জানি না। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ওঁদের অবসর নেওয়া স্বাভাবিক ছিল। কিন্তু এবার যদি ওডিআই থেকেও সরে যান, তাহলে শুধু টেস্ট ক্রিকেটটাই ওঁদের জন্য বাকি থাকবে। ওঁরা কি শুধুই টেস্ট খেলে যাবেন? সেটাই বড় প্রশ্ন।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে কোহলি
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ ফর্মে আছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর শতরান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। অন্যদিকে, রোহিত বড় রান পাননি, তবে ওপেনিংয়ে তাঁর আগ্রাসী ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন: 2026 FIFA World Cup Final: ২০২৬ বিশ্বকাপ ফাইনালে প্রথমবার সুপার বোল স্টাইলের হাফটাইম শো
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলবেন কি না, সেটাই প্রশ্ন
চোপড়া বলেন, “ওডিআই বিশ্বকাপ এখনও দু’বছর দূরে, যা অনেকটা সময়। ওঁরা কি আরেকটা বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাইবেন? এটা তাঁদের ওপর নির্ভর করছে।” কোহলি এখন ৩৬ ও রোহিত ৩৭। এই বয়সে আরও তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা সহজ নয়। তাঁদের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য অমূল্য হলেও, তাঁরা নিজেরা কি আরেকটা বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে চাইবেন?
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কি এক যুগের শেষ?
ভারতীয় ক্রিকেটের দুই সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের ভবিষ্যৎ কী হবে, তা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরই পরিষ্কার হতে পারে। হয়তো এটাই হতে চলেছে তাঁদের শেষ ৫০ ওভারের ম্যাচ।