ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : উত্তর প্রদেশের গাজিয়াবাদে রুমমেটকে খুনের (Roommate Murder Case) অভিযোগ উঠল বছর ৪৫-এর এক ব্যক্তির বিরুদ্ধে। দেশি মদের সঙ্গে বিলেতি মদ মিশিয়ে ককটেল বানিয়ে খাইয়ে বন্ধুকে খুনের অভিযোগ সুধীর শর্মা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার পর বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পচা দুর্গন্ধ পান প্রতিবেশিরা (Roommate Murder Case)
কিছু মাস ধরেই নেত্রাম শর্মা সুধীরের সঙ্গে গাজিয়াবাদের মধুবিহারের একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। গত ১৭ মার্চ তাকে শেষবার বাড়ির বাইরে দেখা গিয়েছিল। গত ২১ মার্চ ওই বাড়ির ভিতর থেকে পচা দুর্গন্ধ পান প্রতিবেশিরা। তারপর পুলিশে খবর দিতেই বেরিয়ে আসে আসল রহস্য। ঘটনাস্থলে পৌঁছে খোদা থানার পুলিশ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এবং একটি পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
রান্নার বিষয় নিয়ে বিবাদের জের (Roommate Murder Case)
সুধীর পুলিশের কাছে স্বীকার করেছে যে রান্নার বিষয় নিয়ে বিবাদের জেরে সে নেত্রামকে খুন করেছে (Roommate Murder Case)। নিহত নেত্রাম বাইরের খাবার অর্ডার করে খেতে পছন্দ করত, অন্যদিকে অভিযুক্ত সুধীর বাড়িতেই রান্না করত। সুধীরের দাবি, ঘরের মধ্যে রান্না করার কারণে অতিরিক্ত গরম লাগত, যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বাধত। গত ১৫ মার্চ, তাদের মধ্যে তীব্র বচসা হয়, সেই সময় নেত্রাম সুধীরকে অশ্রাব্য গালিগালাজ করে।
আরও পড়ুন: Maoist Surrender In Chhattisgarh: একসঙ্গে আত্মসমর্পণ ৫০ মাওবাদীর, ১৪ জনের মাথায় দাম ৬৮ লক্ষ
কম্বল দিয়ে ঢেকে পালিয়ে যায়
১৬ মার্চ রাতে, সে নেত্রামকে দেশি ও বিদেশি মদ ককটেল বানিয়ে তাঁকে খাওয়ায়। জানা গিয়েছে, নেশার ঘোরে যখন নেত্রাম অজ্ঞান হয়ে যান, তখন সুধীর তাঁকে একটি কম্বল দিয়ে ঢেকে পালিয়ে যায়। পরে নেত্রামের মৃত্যু হলে ওই ভাড়াবাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত সুধীর। তবে মদের সঙ্গে কোনও বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল কিনা তা জানতে পুলিশ নিহতের ভিসেরা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।