ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি বিয়ে হয়েছে, কিন্তু হানিমুনে (Rubel-Shweta) যাওয়ার জন্য এখনও পর্যন্ত সময় পাননি। বলা হচ্ছে শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) এবং রুবেল দাসের (Rubel Das) কথা। দুজনের এখন নতুন সংসার। একদিকে যেমন সংসার গোছাচ্ছেন, অপরদিকে পুরোদমে চলছে শুটিংয়ের কাজ। কারণ দুজনেই দুটো ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এখন চলছে ভালোবাসার সপ্তাহ। শুটিংয়ের ফাঁকে কীভাবে ভ্যালেন্টাইন্স উইক (Valentine week) তাঁরা সেলিব্রেট করছেন? সে কথা শেয়ার করলেন ট্রাইব টিভির সঙ্গে।
ভ্যালেন্টাইন্স ডে’র দিন প্রেম প্রস্তাব (Rubel-Shweta)
বিয়ের পর শ্বেতা-রুবেলের এই প্রথম ভ্যালেন্টাইনস (Rubel-Shweta) ডে। এ প্রসঙ্গে এক সিক্রেট জানালেন অভিনেত্রী শ্বেতা। বলেন, এমনই একটা ভ্যালেন্টাইন্স ডে’তে রুবেল শ্বেতাকে প্রোপোজ করেছিলেন। আর শ্বেতা কিন্তু উত্তরে ‘হ্যাঁ’ বলতে বিন্দুমাত্র দেরি করেননি। সেদিনই রুবেলকে জানিয়ে দিয়েছিলেন, তাঁর মনের কথা। প্রতি বছরই ভ্যালেন্টাইনস ডে মানে, শ্বেতা রুবেলের কাছে এক বিশেষ দিন। এক সাথে ঘুরতে যান। বাইরে খেতে যান। তবে কাজ ফেলে নয়। শুটিংয়ের পর নিজেদের জন্য সময় রাখেন। আর ২০২৫ এর ভ্যালেন্টাইন্স ডে শ্বেতা-রুবেলের কাছে একটু আলাদা। কারণ এই বছর বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইনস ডে। সবে বিয়ের মতো একটা বড় অনুষ্ঠান গেল। আপাতত উপহার দেওয়া নেওয়ার মতো কোনও প্ল্যানিং নেই।
সেলিব্রেশনের দিন বদল (Rubel-Shweta)
১৪ ই ফেব্রুয়ারির বদলে এবার (Rubel-Shweta) থেকে তাঁরা ১৯শে জানুয়ারির দিনটিকে বিশেষ ভাবে সেলিব্রেট করবেন। কারণ ভালোবাসা সপ্তাহ আসার ঠিক আগের মাসেই তাঁরা একে অপরের সঙ্গে হাতে হাত রেখে, নতুন জীবন শুরু করেছেন। আগে ভ্যালেন্টাইন্স ডে’র দিন বাইরে ডিনার করতে যেতেন। তার বদলে এবার দুজনে একসাথে বাড়িতে থাকবেন। দুজনেই যেহেতু রান্না জানেন, তাই দুজনে মিলে রান্না করে ফেলবেন কোনও স্পেশাল একটা মেনু। এটা তখনই সম্ভব হবে, যদি শুটিংয়ের খুব চাপ না থাকে। আর শুটিংয়ের চাপ থাকলে, অন্যান্য বছরের মতো বাইরেই তাঁদেরকে খেতে যেতে হবে।
শ্বেতা রুবেলের টেডি বিয়ার!
রোজ ডে’তে শুটিং থেকে ফেরার পথে রুবেল ঠিক মনে করে স্ত্রীর জন্য গোলাপ নিয়ে গিয়েছিলেন। অপরদিকে রোজ ডে’তে শ্বেতা গিয়েছিলেন রুবেলের ফ্লোরে। সেখানে গিয়েই রুবেলকে গোলাপ দিয়ে এসেছেন। আবার চকলেট ডে’তে রুবেল শ্বেতাকে খাইয়েছেন চকোবার আইসক্রিম। আবার টেডি ডে’তে শ্বেতার ছবি পোস্ট করে রুবেল লিখেছিলেন, নিজের টেডি বিয়ার। শ্বেতা দেখে ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলেন।
মুখ্য চরিত্রে অভিনয়
এখন দুজনে জি বাংলার দুটি বড় বড় মেগাতে কাজ করছেন। রুবেলকে দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’তে (Neem Phooler Madhu) মুখ্য চরিত্র সৃজনের (Srijan ) ভূমিকায়। অপরদিকে শ্বেতাকে দেখা যাচ্ছে, ‘ কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিকের মুখ্য চরিত্র শ্যামলীর (Shyamali ) ভূমিকায়।