ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্বেতা (Shweta Bhattacharya) এবং রুবেলের (Rubel Das) বিয়ে নাকি পিছিয়ে গিয়েছে (Rubel-Shweta Wedding Update)? শ্বেতার এক পিসি প্রয়াত হয়েছেন। তাই বিয়েতে বড় বাধা। চারিদিকে এই যে এত খবর, এত হইচই, সত্যি কি তাই?
আসল ঘটনা (Rubel-Shweta Wedding Update)
ট্রাইব টিভির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা রুবেলের সঙ্গে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যা কিছু রটছে ব্রেকিং নিউজ করে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা হচ্ছে, তার কোনও মানে হয় না (Rubel-Shweta Wedding Update)। পুরোটাই মিথ্যে কথা। আর রুবেল শ্বেতার বিয়ে ভাঙছে, বিয়ে পিছিয়ে যাচ্ছে, এই ধরনের খবরগুলো যেভাবে রটানো হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।
কী বললেন অভিনেতা? (Rubel-Shweta Wedding Update)
অভিনেতা জানান, “আমরা ধুমধাম করে বিয়ে করছি না। যে আমাদেরকে ফোকাসে রাখতে হবে। আমরা খুব সাদামাটা আর চারটে ঘরোয়া বিয়ের মতোই বিয়ে করছি। শান্ত মাথায় সবদিক বিবেচনা করে বিয়ের প্রস্তুতি চলছে”। রুবেল চাইছেন, কোন প্রেসার না নিয়ে বিয়ে করতে। সেই কাজ খুব সুন্দর ভাবে এগোচ্ছে (Rubel-Shweta Wedding Update)। দুজনেই এখন দুটি জনপ্রিয় ধারাবাহিকে লিড রোলে অভিনয় করছেন। একদিকে অভিনয়ের তুমুল ব্যস্ততা। অপরদিকে বিয়ের প্রস্তুতি। দু’জনেই এই দু’জনের কাজটা সামলাচ্ছেন। পাশে পরিবারের সাপোর্ট রয়েছে। কিন্তু এই যে বিয়ের আগে কিছু গুজব, রুবেল একেবারেই এসব পছন্দ করছেন না। অভিনেতার কথায়, “আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি। আর সেখানে প্রথমে এই ধরনের খবর ছড়ানো, এটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক”।
আরও পড়ুন: Debalina Birthday: জন্মদিনেও ফিটনেসে ফাঁকি নয় দেবলীনার! কী উপহার দিলেন গৌরব?
অভিনয় জীবন
শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। এখন শ্বেতা অভিনয় করছেন জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্যামলী চরিত্রে। অপরদিকে রুবেল দাসকে দেখা যাচ্ছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে সৃজনের চরিত্রে। টলিউডের এই জনপ্রিয় জুটির বিয়ের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কী জানেন? এনারা বিয়ের পর নিজেরাই মিডিয়াতে এসে সাক্ষাৎকার দেবেন বলেছেন। তাছাড়া মিডিয়ার যারা বন্ধুবান্ধব আছেন, তাদেরকেও নিমন্ত্রণ করতে আপত্তি নেই। বিয়েটা একেবারেই সিক্রেট হিসেবে তাঁরা রাখছেন না। বরং খুশি ভাগ করে নিলে উপভোগ করতে আরও বেশি ভালো লাগে, এমনটাই মনে করছেন অভিনেতা।
দেবেন সাক্ষাৎকার
কিন্তু বিয়েতে অনেক রিচ্যুয়াল থাকে। আস্তে আস্তে সুন্দর ভাবে পালন করতে হয়। শ্বেতা বা রুবেল চাইছেন না, আর সেই সময় যাতে মিডিয়ার কোনও অসুবিধা হোক। তবে বিয়ের পর তারা মিডিয়াতে ডেফিনেটলি সাক্ষাৎকার দেবেন। সেখানে কোনও অসুবিধা হবে না। কিন্তু বিয়ের সময়টাতে যাতে নিয়মগুলো খুব সুন্দর ভাবে পালন করা যায়, কোনও অসুবিধা না হয়, তার জন্য আলাদা করে মিডিয়াকে আমন্ত্রণপত্র দেননি। তবে কেউ যদি তাদের বিয়েতে যেতে চায়, শ্বেতা আবার রুবেলের কোনও আপত্তি নেই। সম্পূর্ণ অনুমতি রয়েছে। রুবেল মনে করছেন, তাঁদের বিয়ের খবর যেভাবে মিডিয়া মানুষের সামনে তুলে ধরছে, আপডেট রাখছে, মিডিয়া যদি না থাকত, তাহলে তো সাধারণ মানুষ জানতেই পারত না।
আরও পড়ুন: Abhishek-Aishwarya: বিচ্ছেদ জল্পনার অবসান! এক ফ্রেমে অভিষেক ঐশ্বর্যা
বিয়ের প্রস্তুতি
দু’জনেই এখন চরম ব্যস্ত। বিয়ের প্রস্তুতিতে দু’জন দু’জনের দায়িত্ব নিচ্ছেন। তবে এই মুহূর্তে নিজের মানুষদের সাপোর্ট না থাকলে বিয়ের প্রস্তুতি সুষ্ঠুভাবে করা যেত না। ভীষণ ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বিয়ের প্রস্তুতি চলছে। রুবেল চাইছেন না, এই সময় মাথায় কোনও প্রেসার থাকুক। তবে অভিনেতা রুবেল সম্প্রতি তাদের বিয়ে পিছিয়ে যাওয়ার এই যে গুজব, তাতে একটু বিরক্ত। তাঁর কথায়, এই ধরনের খবর ছড়ানোর কোনও মানেই নেই। অনেকেই বিনোদন বিক্রি করছেন। এটা ঠিক যে, শ্বেতার এক পিসি গত হয়েছেন কিছুদিন আগেই। কিন্তু বিয়ের প্রস্তুতিতে কোনও বড় কোনও বাধা আসেনি। বিয়ে পিছিয়ে যাচ্ছে বলে যেভাবে ব্রেকিং নিউজ করা হচ্ছে, তা দেখে তিনি সত্যিই অবাক।