ট্রাইব টিভি বাংলা ডিজিট্যাল: রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত বিনোদিনী (Binodiini) ছবিতে কেউ ইনভেস্টই করতে চাইছিলেন না। কেউ বিশ্বাসই করতে পারছিল না, যে এটা বিনোদিনীর ছবি। রুক্মিণীর ছবি নয়। চলেছে প্রচুর টানাপোড়েন। বহুবার প্রযোজক বদল হয়েছে। এই ছবিটা নিয়ে লড়াই চলেছে সেই ২০১৯ থেকে। অবশেষে সাকসেস পেতে চলেছে ২০২৫ এ। আগামী ২৩শে জানুয়ারি ছবিটি মুক্তি পাবে। ছবিটির পোস্টার লুকিয়ে লুকিয়ে করেছিলেন রুক্মিণী। তিনি মনে করেন, নারী কেন্দ্রিক ছবি বানানো অত সহজ নয়। ছবিটি বানাতে প্রচুর কষ্ট করতে হয়েছে।
হিরোর বাজেটে হিরোইনের ছবি (Rukmini Maitra)
রুক্মিণীকে সাহস দিয়েছেন পরিচালক হিরোর বাজেটে হিরোইনের ছবি বলে কথা। তাও আবার বাংলায়। বহু প্রযোজক সেটা শুনেই পিছিয়ে গিয়েছিলেন। তবে সেক্ষেত্রে রুক্মিণীকে (Rukmini Maitra) বারংবার সাহস দিয়েছেন, সাপোর্ট করেছেন, ছবির পরিচালক রামকমল মুখার্জি। প্রায় ১৪০ বছর পর স্বীকৃতি পেয়েছেন বিনোদিনী। এমনটাই বলছেন অনেকে। স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হয়ে যাওয়ার ঘটনা লেখা থাকবে ইতিহাসের পাতায় । কারণ স্টার থিয়েটার গড়ে ওঠার পেছনে নটী বিনোদিনীর ভূমিকা অস্বীকার করার নয়। সেই বিনোদিনীর জীবন নিয়েই ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ (Binodiini – Ekti Natir Upakhyan ) ছবি। এখানে বিনোদিনীর ভূমিকায় রয়েছেন রুক্মিণী।
অত্যন্ত চ্যালেঞ্জিং ছবি (Rukmini Maitra)
অভিনেত্রীর (Rukmini Maitra) কথায়, এই ছবি অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রথমত বিনোদিনী কোনও কাল্পনিক চরিত্র নয়। একটি ঐতিহাসিক চরিত্র। যাকে নিয়ে প্রচুর গবেষণা রয়েছে। থিসিস রয়েছে। সেই চরিত্রটিকে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা, রুক্মিণীর কাছে সহজ ছিল না।
আরও পড়ুন: Riya Ganguly: বাংলাদেশে শাকিবের সঙ্গে টলিউডের রিয়া! কোন চরিত্রে দেখা যাবে?
নারী কেন্দ্রিক ছবি বানানো সহজ নয়
স্টার থিয়েটার যার উদ্যোগে তৈরি, ১৪২ বছর পর সেই স্টার থিয়েটারের নাম পরিবর্তন হল। রুক্মিণী মৈত্রর কথায়, এই ছবিটা বানাতে গিয়ে তিনি বুঝেছেন, নারী কেন্দ্রিক ছবি বানাতে ঠিক কতটা কষ্ট করতে হয়। যখন বিনোদিনীর মতো একটা সাবজেক্টের কথা তাঁকে বলা হয়েছিল। তখন তিনি জানতেনই না, এটা একটা বিগ ক্যানভাসের বিগ বাজেটের ছবি।

প্রযোজক বদল
বেশ কয়েকবার প্রযোজক বদল হয়েছে। বাংলায় হিরোর বাজেটে হিরোইনের ছবি শুনে অনেকেই পিছিয়ে যান। কিন্তু পরিচালক স্বপ্ন দেখেছিলেন। বলেছিলেন ছবিটা হবে। সেই ২০১৯ থেকে চলছে এই ছবির কাজ। ২০২২ এর শেষের দিকে রামকমল রুক্মিণীকে একটা মেইল পাঠান। সাথে পাঠান ছবির স্ক্রিপ্ট। সেই সময় ছবিতে কেউ ইনভেস্ট করতে চাইছে না। কেউ বিশ্বাসই করতে চাইছেন না, যে এটা বিনোদিনীর ছবি। কিছুটা মন খারাপ হয়েছিল পরিচালকের। তখন রুক্মিণী সাহস দিয়ে পরিচালককে বলেছিলেন, “বিনোদিনী করা আমার স্বপ্ন ছিল না। তুমি আমাকে সেই স্বপ্ন দেখিয়েছো সেই ২০১৯ সালে। এটা শুধু একটা সিনেমা নয়, বিনোদিনীকে যোগ্য সম্মান দেওয়া। স্বীকৃতি ফিরিয়ে দেওয়া।” যদি তিনি এই ছবিটা করেন, তাহলে রামকমলের সাথেই করবেন। তখনই রুক্মিণী বিনোদিনী দাসী হবেন, না হলে হবেন না।
আরও পড়ুন: Arun Roy: “অরুণ দার সাথে অন্যায় হল, এটা আমার ব্যক্তিগত ক্ষতি”, জানালেন অর্ণ মুখোপাধ্যায়
লুকিয়ে পোস্টার করেন রুক্মিণী
চৈতন্য মহাপ্রভুর পোস্টার লুকিয়ে লুকিয়ে করেছিলেন অভিনেত্রী। তখন সুইজারল্যান্ডে চলছে শুটিং। দেব এ কথা জানতেন না। প্রায় ছয় বছরের লড়াই। এরপর সফলতা। ২৩ শে জানুয়ারি ছবি মুক্তি পাবে। রুক্মিণীর কথায়, তাঁর থেকেও বিনোদিনীর লড়াই অনেক অনেক বড়। প্রায় ১৪০ বছরের লড়াই ছিল বিনোদিনীর। সেটাই দেখতে চলেছেন এই ছবিতে।