ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গানের সুরে এই প্রথম বার জুটি বাঁধতে দেখা (Rupam-Samidh) গেল সমিধ মুখার্জি (Samidh Mukerjee) এবং রূপম ইসলামকে (Rupam Islam) । অথচ দুজনের বন্ধুত্ব ( Friendship ) বহু দিনের। যে বন্ধুত্ব গড়ে উঠেছিল গানের সেতু ধরে। সেই বন্ধুত্ব এখন শক্ত ইমারতের মতো। কিন্তু এতদিন একসাথে জুটি বেঁধে গান গাওয়া হয়নি। এই প্রথম একে অপরের সঙ্গে কাজ করলেন তাঁরা। জুটি বেঁধেছেন সুরের তালে। যার নেপথ্যে রয়েছে আতিউল ইসলামের ‘দানব’ (Danob) ছবি। সুর দিয়েছেন সমিধ মুখার্জি এবং গান গেয়েছেন রূপম ইসলাম।
রূপম ইসলামের বক্তব্য (Rupam-Samidh)
‘দানব’ ছবিতে সমিধ মুখার্জির সঙ্গে (Rupam-Samidh) জুটি বেঁধে রূপম ইসলামের বক্তব্য, ” গানের জগতে আমাদের দুজনের পথচলা প্রায় একই সময়ে। কখনও মঞ্চে সমিধ, আমি দর্শকের আসনে। কখনও বা আবার উল্টোটা। অনেক গায়কের মতো আমারও সমিধের সুরে কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে ইচ্ছে পূরণ।” রূপম ইসলাম ‘দানব’ ছবির গান নিয়ে ভীষণ আশাবাদী। তিনি মনে করেন, সমিধের সুরে এই গান মানুষের মন কাড়বে। এই প্রথম তাঁরা দুজনে একসাথে সিনেমার জন্য গান গেয়েছেন।
সমিধ মুখার্জির বক্তব্য (Rupam-Samidh)
সমিধ মুখার্জির কথায়, ” রূপমের মতো গায়কের সঙ্গে কাজ করার ইচ্ছে তো (Rupam-Samidh) ছিলই। উপরি পাওনা একসঙ্গে একই ছবিতে কাজ করতে পারলাম। আমাদের বন্ধুত্বের কথা যদি বলতেই হয়, তাহলে বলব গানই আমাদের বন্ধুত্বের সেতু”। সমিধ মুখার্জি আরও বলেন, ” বন্ধুত্বের আজ খুব খুশির খবর। দারুণ লেগেছে এই কাজটা করে। রূপম ইসলামের মতো শিল্পী খুব কম আছে। আমার সুরে এই গান ‘দানব’ ছবির একটা বড় পার্ট হয়ে থাকবে আশা করছি।”
আরও পড়ুন: SVF and Hoichoi: কারাগারে অন্তঃসত্ত্বা হচ্ছেন মহিলারা, কারণ জানতে মরিয়া শুভশ্রী!
‘দানব’ এ বাস্তবের গল্প
নারীদের উপর অত্যাচার আর নয়। নারীদের উপর নারকীয় অত্যাচারের বদলা নিতে আশা এক দানবের গল্পই বলবে ‘দানব’ ছবি। এখানে ভালোবাসার ছবি নয়, বরং রয়েছে অন্যরকম গল্প এবং গুরুত্বপূর্ণ বার্তা। নারীদের উপর নৃশংস অত্যাচারের কথা থেকে রয়েছে, ধর্ষণের মতো পাশবিক সত্য ঘটনার কথা। বাস্তবে ঘটে যাওয়া ঘটনাকেই পরিচালক আতিউল ইসলাম বড় পর্দায় নিয়ে আসছেন। যেখানে জুটি বেঁধেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায় এবং পিয়ার খান।

ছবির কাহিনি
ছবির গল্প অনুযায়ী, শিবা মর্গে ডোমের কাজ করে । হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রাণের প্রিয় ভালোবাসার মানুষ উমার মৃতদেহ আসে, পোস্টমর্টেমের জন্য। তখন কী করবে শিবা? শিবার জীবনের ভালবাসার মানুষ ছিল একমাত্র উমাই। অপরদিকে পরের দিন সকালে মিডিয়াতে বড় খবর ওঠে, সেই মর্গে একটি ডেড বডিকে নৃশংস ভাবে ধর্ষণ করা হয়েছে। ভালোবাসা নাকি বাস্তব? গল্প কোন দিকে মোড় নেবে? এই সমস্ত কিছু নিয়েই দানবের গল্প। ইতিমধ্যেই ছবির অনেকটা অংশই শুটিং হয়ে গিয়েছে। ছবিটির মুক্তি পাবে চলতি বছরেই।